জেলা পরিষদ নির্বাচনে বড়লেখায় সম্ভাব্য সদস্য প্রার্থীদের দৌঁড়ঝাপ
আবদুর রব॥ মৌলভীবাজারের জেলা পরিষদ নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনায় বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন ও ১ পৌরসভা থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করতে ডজন খানেক সম্ভাব্য প্রার্থী অনেক আগে থেকেই দৌঁড়ঝাপ শুরু করছেন। এসব প্রার্থীদের নব্বই ভাগই ক্ষমতাসীন দলের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের নেতাকর্মী। সম্ভাব্য প্রার্থীরা দলিয় সমর্থন আদায়ে দলের নীতি নির্ধারক মহল ও ভোটারদের নিকট ধর্ণা দিচ্ছেন। সরকার দলীয় প্রার্থীদের মধ্যে যেন নির্বাচনের আমেজ শুরু হয়েছে।
জেলা পরিষদের ১নং ওয়ার্ড বড়লেখার নিজ বাহাদুরপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিন শাহবাজপুর, বড়লেখা সদর ইউনিয়ন ও বড়লেখা পৌরসভা নিয়ে গঠিত। এ ওয়ার্ডের ভোটার সংখ্যা ৬৫ জন। সম্ভাব্য প্রার্থী তালিকায় মাঠে রয়েছেন সাবেক ইউপি সদস্য ও দু’বারের উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার ইয়াছিন আলী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, পৌর আ’লীগের সভাপতি ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বিয়ানীবাজার সরকারী কলেজের ছাত্র সংসদের সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন পাবেল।
২ নং ওয়ার্ড উপজেলার বর্ণী, দাসেরবাজার, তালিমপুর, দক্ষিনভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়ন নিয়ে গঠিত। এ ওয়ার্ডের ভোটার সংখ্যা ৫৩ জন। এ ওয়ার্ড থেকে সদস্য পদের সম্ভাব্য প্রার্থী হলেন বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও প্রথম শ্রেণীর ঠিকাদার শহীদুল আলম শিমুল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, দাসেরবাজার ইউপি আ’লীগের ১নং কার্যনির্বাহী সদস্য লোকমান আহমদ, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাসের ভাই সাবেক ইউপি সদস্য সুজিত চন্দ্র দাস, দাসেরবাজার ইউপি আ’লীগের সাধারন সম্পাদক স্বপন চক্রবর্তী, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও আ’লীগ নেতা সেলিম উদ্দিন।
৩ নং ওয়ার্ড বড়লেখা উপজেলার সুজানগর, দক্ষিনভাগ এবং জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ও পূর্বজুড়ী ইউনিয়ন নিয়ে গঠিত। এ ওয়ার্ডের ভোটার সংখ্যা ৫২ জন। যেসব সম্ভাব্য প্রার্থীরা মাঠে রয়েছেন তারা হলেন দক্ষিনভাগ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের ছোটভাই আজিম উদ্দিন, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য, জামিয়া ইসলামিয়া আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শুনু, দক্ষিনভাগ ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক সুভ্রত কুমার দাস শিমুল, উপজেলা আ’লীগের নেতা ইমান উদ্দিন, পশ্চিম জুড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মরহুম তৈমুছ আলীর ছেলে জোবায়ের আহমেদ জেবলু, পূর্বজুড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির। সংরক্ষিত ১,২,৩ ওয়ার্ডে একমাত্র সদস্য প্রার্থী হিসেবে প্রচারনা চালাচ্ছেন বড়লেখা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক পৌর চেয়ারম্যান আব্দুল মালিকের মেয়ে ও দক্ষিনভাগ উত্তর ইউনিয়নের ইউপি সদস্য আলতাফ হোসেনের স্ত্রী শেলী বেগম।
মন্তব্য করুন