(ভিডিওসহ) জেলা পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সংরক্ষিত মহিলা আসন-৩ থেকে হেলেনা বিজয়ী
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন-৩ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাতে হেলেনা চৌধুরী ৩৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত নারী সদস্যা পদে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) হেলেনা চৌধুরী (ফুটবল) ৭৮ ভোট ও তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমি (বই) ৫২ ভোট পেয়েছেন এবং ৬নং ওয়ার্ডে (শ্রীমঙ্গল উপজেলা) হেলেনা চৌধুরী (ফুটবল) ৭২ ভোট ও তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী (বই) ৬০ ভোট পেয়েছেন।
ফুটবল প্রর্তিকে মোট ১৫০নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি বই প্রর্তিকে ১১২ ভোট পান।
সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে শান্তি পূর্ণভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে উভয় উপজেলার দুই উপজেলা পরিষদ, দুটি পৌরসভা, ১৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ ভোট গ্রহনে অংশ গ্রহন করেন।
হেলেনা চৌধুরী শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী এলাকার কৃষি ব্যাংক কর্মজর্তা মো.শফিকুর রহমানের স্ত্রী। এর পূর্বে তিনি শ্রীমঙ্গল পৌরসভার মহিলা কাউন্সিলর,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।
মন্তব্য করুন