জেলা পরিষদ নির্বাচন-টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সদস্য প্রার্থী সেলিম আহমদ
কুলাউড়া অফিস॥ ২৮ ডিসেম্বর মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের প্রতীক পেয়ে প্রার্থীরা আনন্দ উচ্ছ্বাস। নির্বাচনে কুলাউড়া উপজেলা পরিষদ, বরমচাল, ভূকশিমইল, ভাটেরা, জয়চন্ডী ও কাদিপুর ইউনিয়ন নিয়ে গঠিত ৫নং ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম সাজিদ আহমদ এর কনিষ্ঠ পুত্র সেলিম আহমদ। প্রতীক পেয়ে এখন নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছেন তিনি। ভোটারদের মন জয় করতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশলাদি বিনিময়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া নিয়ে তিনি ২৮ তারিখের নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। জনপ্রতিনিধি, সমর্থকদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সদস্য পদপ্রার্থী সেলিম আহমদ। উল্লেখ্য, জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা নিয়ে গঠন হয়েছে জেলা পরিষদের ১৫টি ওয়ার্ড। আর তাতে রয়েছেন ৯৫৬ জন নির্বাচকমন্ডলীর সদস্য (ভোটার)। তারা ২৮ ডিসেম্বর ১৫টি কেন্দ্রেই ভোট দেবেন তাদের পছন্দের প্রার্থীদের।
মন্তব্য করুন