জেলা পরিষদ নির্বাচন : বড়লেখায় ৩ ওয়ার্ডে সদস্য পদে আলোচনায় যারা

December 24, 2016,

আবদুর রব॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের সময় ঘনিয়ে আসার সাথে ভোটার ছাড়াও প্রার্থীদের নিয়ে চুলছেড়া আলোচনা সমালোচনায় পিছিয়ে নেই সাধারণ মানুষজন। হাটে মাঠে ও হোটেলগুলোতে এখন একটাই আলোচনা কে হচ্ছেন জেলা পরিষদ নির্বাচনের ওয়ার্ড মেম্বার। বড়লেখা উপজেলার ৩ ওয়ার্ড থেকে ১৭ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতীক পেয়ে নির্ঘুম প্রচারণা চালাচ্ছেন। কনকনে শীত উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারের বাড়ি বাড়ি।
সংরক্ষিত মহিলা সদস্য পদে দুই প্রার্থী অ্যাডভোকেট জোবেদা ইকবাল এবং আমেনা বেগম ভোটারের সমর্থন আদায়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন।
জানা গেছে, জেলা পরিষদের ১নং ওয়ার্ড বড়লেখার নিজ বাহাদুরপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিন শাহবাজপুর, বড়লেখা সদর ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত। ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, এ ওয়ার্ডে আলোচনায় রয়েছেন দুইপ্রার্থী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন (টিউবওয়েল) ও সাবেক ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ (তালা)। এ ওয়ার্ডের অন্য প্রার্থীরা হলেন বড়লেখা পৌরসভার সাবেক মেয়র মরহুম আব্দুল মালিকের ছোটভাই আব্দুল নুর (উট পাখি), সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন (ফ্যান), সাবেক ছাত্রলীগ নেতা আবু আহমদ হামিদুর রহমান (ঘুড়ি)।
২নং ওয়ার্ড উপজেলার বর্ণী, দাসেরবাজার, তালিমপুর, দক্ষিনভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়ন নিয়ে গঠিত। এ ওয়ার্ডে সদস্য পদে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ঠিকাদার শহীদুল আলম শিমুল (ক্রিকেট ব্যাট), আ’লীগ নেতা স্বপন চক্রবর্তী (টিউবওয়েল)। অন্যান্য প্রার্থীরা হলেন বিএনপি নেতা ফয়জুল হক (অটোরিকশা), লোকমান আহমদ (তালা), সেলিম উদ্দিন (ফ্যান) ও নজরুল ইসলাম (হাতী)।
বড়লেখা উপজেলার সুজানগর, দক্ষিনভাগ দক্ষিণ এবং জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ও পূর্বজুড়ী ইউনিয়ন নিয়ে ৩নং ওয়ার্ড গঠিত। ভোটার ও সাধারণ জনসাধারনের ভাস্যমতে এ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন সাবেক সংসদ সদস্য মরহুম তৈয়মুছ আলীর ছেলে আ’লীগ নেতা জুবের হাসান জেবলু (তালা) ও দক্ষিণভাগ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের ছোটভাই সাবেক ছাত্রনেতা আজিম উদ্দিন (ফ্যান)। এ দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এ ওয়ার্ডের মাঠ কাপানো অন্যান্য প্রার্থীরা হলেন সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ব্যবসায়ী ফখরুল ইসলাম (টিউবওয়েল), আ’লীগ নেতা সুব্রত কুমার দাস (হাতী), পূর্বজুড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির (অটোরিকশা)।
১ নং সংরক্ষিত (মহিলা) ওয়ার্ড থেকে দুইজন প্রার্থী কোমর বেধে প্রচারণা চালাচ্ছেন। এরা হলেন উপজেলা মহিলা আ’লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জোবেদা ইকবাল (ফুটবল) ও সমাজসেবক আমেনা বেগম (হরিণ)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com