জেলা পরিষদ নির্বাচন বড়লেখায় দুই কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে

December 27, 2016,

আব্দুর রব॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে বড়লেখা উপজেলার দুইটি ভোট কেন্দ্র সংশ্লিষ্ট প্রার্থীরা ইতিপূর্বে পোস্টারে পোস্টারে সাজিয়ে ফেলেছেন। নির্বাচন কর্মকর্তারা ভোট কেন্দ্রে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ২৮ ডিসেম্বর বুধবার সকাল ৯’টা থেকে বেলা ২’টা পর্যন্ত জেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলবে। তবে এ নির্বাচনে চেয়ারম্যান কিংবা সদস্য পদপ্রার্থীদের কোন ভোট নেই।
জানা গেছে, বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিন শাহবাজপুর, বড়লেখা সদর ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত জেলা পরিষদের ১নং ওয়ার্ড। পাথারিয়া মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ওয়ার্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ ওয়ার্ডের ভোটার (নির্বাচক) সংখ্যা ৬৪। প্রিসাইডিং অফিসারে দায়িত্বে রয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার খায়রুল ইসলাম।
অপরদিকে তালিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলার বর্ণী, দাসেরবাজার, তালিমপুর, দক্ষিনভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদের ২নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ওয়ার্ডের ভোটার (নির্বাচক মন্ডলী) সংখ্যা ৫৫। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার এসএম আবদুল্লাহ আল মামুন জানান, নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ ও আনছার মোতায়েন করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের টহল থাকছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com