জেলা পরিষদ নির্বাচন বড়লেখায় ৩ ওয়ার্ডে নির্বাচিত হলেন যারা
আব্দুর রব॥ মৌলভীবাজার জেলা পরিষদের ১নং ওয়ার্ডে বে-সরকারীভাবে (বড়লেখার নিজ বাহাদুরপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিন শাহবাজপুর, বড়লেখা সদর ইউনিয়ন ও পৌরসভা) সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবু আহমদ হামিদুর রহমান। ঘুড়ি প্রতীকে তিনি ভোট পেয়েছেন ২৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাহিদ আহমদ বাবলুর তালা প্রতীকের ভোট সংখ্যা ১৯। ২নং ওয়ার্ডে (বর্ণী, দাসেরবাজার, তালিমপুর, দক্ষিনভাগ উত্তর ইউনিয়ন) ক্রিকেট ব্যাট প্রতীকে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তরুণ ঠিকাদার শহীদুল আলম শিমুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লোকমান আহমদের প্রাপ্ত ভোট ১৭। ৩নং ওয়ার্ডে (সুজানগর, দক্ষিনভাগ দ. এবং জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ও পূর্বজুড়ী ইউনিয়ন) বৈদ্যুতিক পাখা প্রতীকে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তরুণ সমাজসেবক আজিম উদ্দিন।
সংরক্ষিত ১নং ওয়ার্ডে (সাধারণ ১, ২ ও ৩ নং ওয়ার্ড) মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন মহিলা আ’লীগ নেত্রী অ্যাডভোকেট জোবেদা ইকবাল। তিনি ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনা বেগম হরিণ প্রতীকে ভোট পেয়েছেন ৭৩।
এদিকে জেলা পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ৬৪ ভোট পেয়েছেন আ’লীগ সমর্থিত প্রার্থী সাবেক গণপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের বিদ্রুহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী এমএ রহিম মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৫৮ এবং সাবেক সংসদ সদস্য ও ঠিকানা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান এমএম শাহীন আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৩৯।
মন্তব্য করুন