জেলা পরিষদ নির্বাচন : মৌলভীবাজারে ২১ পদে ১১১ প্রার্থীর ভোট যুদ্ধ
ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন। সাধারণ সদস্য পদে ৮৬ জন আর সংরক্ষিত সদস্য পদে ২০ জন প্রার্থী। মনোনয়ন পত্র জমা দানের পর যাচাই বাচাইয়ে ঠিকেছেন তারা। ১২১জন প্রার্থীর মধ্যে নানা ত্রুটি থাকায় বাদ পড়েছেন ১০জন। যাচাই বাচাই শেষে ঠিকে থাকা ২১ পদে ১১১জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্ধিতা করবেন। তবে বাদ পড়া ১০জন তাদের প্রার্থীতা ফিরে পেতে আপিল আর রিভিউ নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। চলছে দৌঁড় যাপ। ভোট যুদ্ধে ২১ পদে টিকে থাকতে এখন মাঠে লড়াই চলছে ১১১ প্রার্থীর। নানা কৌশলে যে যার মত চালাচ্ছেন প্রচারণা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ইলেক্ট্ররাল কলেজ পদ্ধতিতে ভোট হওয়ায় ভোটারের সংখ্যা কম হলেও নির্বাচনী এলাকার আয়তন বেশি। তাই সব (নির্বাচকমন্ডলীর সদস্যদের) ভোটারের কাছে পৌঁছা কষ্টকর হচ্ছে প্রার্থীদের। বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীরা প্রত্যেক ভোটারের দ্বারস্ত হতে দূর্ভোগ পোহাতে হচ্ছে অনেক।তাই প্রচারণা চলছে রাত দিন। প্রার্থীদের এমন প্রচার প্রচারণায় স্থানীয় সরকার শক্তিশালী করণে জেলা পরিষদের ভূমিকা ও অবদানের বিষয়টি গুরুত্ব পাচ্ছে সর্বমহলে। প্রতিটি গ্রামেও এখন জেলা পরিষদের নানা র্কাযক্রম নিয়ে হচ্ছে আলোচনা। চলছে বিগত দিনের নানা প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব নিকাশ। প্রার্থীদের মাধ্যমেই জানা হচ্ছে অনেক অজানা বিষয়।ভোটাররা মুখ না খোললেও দিন যত যাচ্ছে ততই বাড়ছে ভোট ও প্রার্থীদের নিয়ে আলোচনা। প্রতীক বরাদ্ধের পর আলোচনা আরো জমে উঠার পাশাপাশি ব্যস্ততা বাড়বে প্রার্থীদের মিলছে এমনই আভাস। জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে গঠন হয়েছে জেলা পরিষদের ১৫টি ওর্য়াড।আর তাতে রয়েছেন ৯৫৬ জন নির্বাচকমন্ডলীর সদস্য (ভোটার)। তারা ২৮ ডিসেম্বর ১৫টি কেন্দ্রেই ভোট দেবেন তাদের পচন্দের প্রার্থীদের। ইলেক্ট্ররাল কলেজ পদ্ধতিতে ভোট হওয়ায় নির্দিষ্ট নির্বাচিত জনপ্রতিনিধিরাই ভোট দিবেন ওই সকল প্রার্থীদের। জেলা পরিষদ চেয়ারম্যান একজন, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের ৫ জন নারী সদস্য নিয়ে গঠন হবে জেলা পরিষদ। চেয়ারম্যান ও সদস্য মিলে ২১ পদে ১১১ জন প্রার্থী নির্বাচনী লড়ায়ের জয়ী হওয়ার কৌশলে মাঠে কাজ করছেন। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়,আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে যাচাই বাচাইয়ের পর যারা ঠিকে মাঠে কাজ করছেন তারা হলেন।
চেয়ারম্যান পদে: বর্তমান জেলা পরিষদ প্রশাসক,সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো: আজিজুর রহমান, সাবেক এমপি ও জেলা বিএনপির সহসভাপতি, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এমএম শাহীন,যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি এম এ রহিম (সিআইপি),ঐক্যবদ্ধ নাগরীক ফোরাম মৌলভীবাজারের চেয়াম্যান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুহেল আহমদ,যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহসভাপতি,কমিউনিটি নেতা সাহাবুদ্দিন সাবুল।
সদস্য পদে:
১নং ওর্য়াড: আবু আহমদ হামিদুর,দেলোয়ার হোসেন,জাহিদুল ইসলাম,নাহিদ আহমদ,মো: আব্দুন নূর।
২নং ওর্য়াড: মো: নজরুল ইসলাম, মো:ফয়জুল হক, মো: সেলিম উদ্দিন,লোকমান আহমদ,শহীদুল আলম শিমুল,স্বপন কুমার চক্রবর্তী।
৩নং ওর্য়াড: আজিম উদ্দিন,মো: ফখরুল ইসলাম, আব্দুল কাদির,মো: জুবের হাসান জেবলু।
৪নং ওর্য়াড: আব্দুল হান্নান,জুয়েল আহমদ, মো: ইমরুল ইসলাম,জাহাঙ্গীর আলম,বদরুল ইসলাম, জায়েদ আনোয়ার চৌধুরী।
৫নং ওয়ার্ড: আব্দুল জব্বার,দেলোয়ার হোসেন, বদরুল আলম, মো:আব্দুল মতলিব,বদরুল ইসলাম,মো:ময়নুল ইসলাম, মো: ময়নুল হক, সি এম জয়নাল আবেদীন,সেলিম আহমদ।
৬নং ওর্য়াড: খন্দকার মুহিবুর রহমান মলাই, নওয়াব আলী সাজ্জাদ খান, ফরিদ উদ্দিন আহমেদ, মো: আব্দুল মানিক, মো: আব্দুল লতিফ, মো: আব্দুস শহীদ,মো: মুহিবুল ইসলাম আযাদ, মো: লুৎফুর রহমান।
৭নং ওর্য়াড: মো: মঈনুল হক,এমএ আহাদ,নাসির উদ্দিন আহমদ,মো: আতাউর রহমান,মো: আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেলিম আহমদ।
৮নং ওর্য়াড: বদরুল হোসেন, মো: আব্দুল হাকিম তালুকদার,মো: এহতেশামুল হক, মো: ফজর আলী,রওনক আহমেদ সৈয়দ আবুল কালাম আযাদ, হুমায়ুন আলম।
৯নং ওর্য়াড: শেখ মাহমুদুর রহমান, আবু তাহেল রানা, এলেমান হোসেন, মো: আতাউর রহমান, মো: শাহাজান তালুকদার,মো: হুমায়ুন তালুকদার, মোহাম্মদ মবশ্বির আহমদ, শিবব্রত চক্রবর্ত্তী।
১০ নং ওর্য়াড: আকবর আলী,মাহবুব ইজদানী, মো: মামুনুর রশিদ।
১১নং ওর্য়াড: হাসান আহমদ জাবেদ, সুজিত দাস।
১২ নং ওয়ার্ড: বিকুল চক্রবর্তী,মোছাব্বির আলী মুন্না,মো: নিয়ামুল হক তরফদার,পরিমল দাশ, মো: আফজল হক, মো: মশিউর রহমান,মো: মোমিনুল হোসেন।
১৩নং ওয়ার্ড: নাজিম উদ্দিন,পংকজ আউলেসিয়োসস কন্দ, মো: আবুল বাসার, মো: বদরুজ্জামান সেলিম,শেখ মো: আব্দুল মোছাব্বির।
১৪ নং ওয়ার্ড: কমলা বাবু সিংহ, গোলাম রব্বানী তৈমুর, হেলাল উদ্দিন।
১৫নং ওর্য়াড: মো:আব্দুন নুর, মো: ইলিয়াছুর রহমান, মো: মুর্শেদুর রহমান,মো: মুহিবুর রহমান।
সংরক্ষিত মহিলা ওর্য়াড নং-১. (১,২,৩ ) জুবেদা ইকবাল, আমেনা বেগম।
সংরক্ষিত মহিলা ওয়ার্ড নং-২. (৪.৫.৬) শিরিন আক্তার,জিশান আরা বেগম,আজিবুন খানম, ফরহান বেগম চৌধুরী, মোছা: আমেনা আক্তার, মোছা: খোদাজা বেগম, শিল্পী বেগম।
সংরক্ষিত মহিলা ওয়ার্ড নং-৩. (৭.৮.৯) রাজিয়া সুলতানা, মুক্তিচক্রবর্ত্তী।
সংরক্ষিত মহিলা ওয়ার্ড নং-৪. (১০.১১.১২) রহিমা আক্তার, রেজিয়া রহমান, সৈয়দা জেরিন আক্তার,সুরাইয়া ইয়াছমিন।
সংরক্ষিত মহিলা ওর্য়াড নং-৫. (১৩.১৪.১৫) তরফদার রেজওয়ানা ইয়াছমিন, মমতা আক্তার সুমী,মুন্না দেব রায়,মেরী রাল্ফ,শেলী রানী পাল।
মনোনয়ন বাতিল হওয়া ১০ প্রার্থী: নানা ত্রুটি থাকায় ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। চেয়ারম্যান পদে ১জন, সাধারণ সদস্য পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা পদে ৩ জনের গত ৩রা ও ৪ঠা ডিসেম্বর মনোনয়ন যাছাই-বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সাধারন সদস্য পদে ৩ নং ওয়ার্ডে: সুব্রত কুমার দাস, ৮ নং ওয়ার্ডে: মো: আব্দুল আজিজ বদরুল ১০নং ওয়ার্ডে: আব্দুল মতিন, ১১নং ওয়ার্ডে: মোঃ ইমরান ১২নং ওয়ার্ডে: আমরেন্দ্র দেবনাথ ১৩ নং ওয়ার্ডে: মো: হেলাল মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩নং ওয়ার্ডে: রাকিবা সুলতানা তালুকদার ৪নং ওয়ার্ডে: মিতালি দত্ত ও ৫নং ওয়ার্ডে: রোকশানা আক্তার এর মনোনয়ন বাতিল করা হয়।তবে প্রার্থীতা ফিরে পেতে অনেকেই আপিল ও রিভিও করেছেন বলে জানিয়েছেন।
মন্তব্য করুন