জেলা পরিষদ নির্বাচন :- মৌলভীবাজারে সদস্য পদে স্কুলের গন্ডি পেরুতে পারেননি ৩৮ প্রার্থী
হোসাইন আহমদ॥ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৮ প্রার্থী স্কুলের গন্ডি পেরুতে পারেননি। জেলা নির্বাচন অফিসে জমা দেয়া হলফনমা থেকে জানা যায়, সাধারণ সদস্য পদে ৮৬ জন প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত ৮, স্বাক্ষর জ্ঞান সম্পূর্ণ ৩, পঞ্চম শ্রেণী ১, অষ্টম শ্রেণী ১৫, নবম শ্রেণী ১, দশম শ্রেণী ১, এসএসসি ১৭, এইচএসসি, ১৩, বিএ ৮, ¯œাতক ৩, এলএলবি ২ ¯œাতোত্তর ৮, ডিইউএসএস ১, বিএইচএসসি ১জন প্রার্থী রয়েছেন এবং ২ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হলফনামায় উল্লেখ নেই ও ১ জনের লেখা অস্পষ্ট থাকায় বুঝা যায়নি। সংরক্ষিত মহিলা পদে ২২ জন প্রার্থীর মধ্যে স্বশিক্ষিতি ২, পঞ্চম শ্রেণী ১, অষ্টম শ্রেণী ৬, এসএসসি ৪, এইচএসসি ১, বিএ ৩, এমএ ৩ ও এলএলবি ২ জন প্রার্থী রয়েছেন।
জেলার ৫টি পৌরসভা, ৭টি উপজেলা ও ৬৭টি ইউনিয়ন মিলিয়ে এ ইলেক্ট্রোরাল নির্বাচনে ভোটার সংখ্যা ৯৫৬ জন। নির্বাচনের দিন যত ঘনাচ্ছে ভোটাররাও তাদের হিসাব মিলাচ্ছেন। অনুসন্ধানে দেখা গেছে ইতি মধ্যে অনেকেই প্রাথমিক ভাবে তাদের পছন্দের প্রার্থী নির্ধারণ করে রেখেছেন। কয়েক জন ভোটারের সাথে একান্ত আলাপ কালে তারা বলেন, শিক্ষাগত যোগ্যতা, নৈতিক ব্যবহার ও সামাজিক অবস্থান বিবেচনা করে আমরা ভোট প্রয়োগ করব।
জানা যায়, ১নং ওয়ার্ডে: আবু আহমদ হামিদুর (ঘুড়ি) এইচএসসি, দেলোয়ার হোসেন (বৈদ্যুতিক পাখা) উচ্চ মাধ্যমিক, জাহিদুল ইসলাম (টিউবয়েল) উচ্চ মাধ্যমিক , নাহিদ আহমদ (তালা) এইচএসসি, আব্দুন নূর (উটপাখি) স্বাক্ষর জ্ঞান সম্পন্ন ।
২নং ওয়ার্ডে: মো: নজরুল ইসলাম (হাতি) এইচএসসি, মো: ফয়জুল হক (অটোরিক্সা) এসএসসি,সেলিম উদ্দিন (বৈদ্যুতিক পাখা) এম এস এস, লোকমান আহমদ (তালা) মাধ্যমিক, শহীদুল আলম শিমুল (ক্রিকেট ব্যাট) এসএসসি, স্বপন কুমার চক্রবর্তী (টিউবয়েল) ৮ম শ্রেণী।
৩নং ওয়ার্ডে: আজিম উদ্দিন (বৈদ্যুতিক পাকা) ফাজিল, মো: ফখরুল ইসলাম (টিউবয়েল) ৮ম শ্রেণী, আব্দুল কাদির (অটোরিক্সা) এসএসসি,জুবের হাসান জেবলু (তালা) নবম শ্রেণী, সুব্রত কুমার দাস (হাতি) বিএসসি।
৪নং ওয়ার্ডে: আব্দুল হান্নান (তালা) ডিইউএমএস, জুয়েল আহমদ (ক্রিকেট ব্যাট) ¯œাতক,ইমরুল ইসলাম (টিউবয়েল) এসএসসি, জাহাঙ্গীর আলম (অটোরিক্স) উল্লেখ নেই, বদরুল ইসলাম (হাতি) ৮ম শ্রেণী, জায়েদ আনোয়ার চৌধুরী (বৈদ্যুতিক পাখা) উচ্চ মাধ্যমিক।
৫নং ওয়ার্ডেঃ আব্দুল জব্বার (বক) ৮ম শ্রেণী, দেলোয়ার হোসেন (বৈদ্যুতিক পাখা) ৮ম শ্রেণী, বদরুল আলম (হাতি) ৮ম শ্রেণী, মো:আব্দুল মতলিব (অটোরিক্সা) স্বশিক্ষিত, বদরুল ইসলাম (ঘুড়ি) এইচএসসি, মো: ময়নুল ইসলাম (টিফিন ক্যারিয়ার) বি কম, ময়নুল হক (ক্রিকেট ব্যাট) স্বশিক্ষিত, সি এম জয়নাল আবেদীন (তালা) ¯œাতোকত্তর, সেলিম আহমদ (টিউবয়েল) স্বাক্ষর জ্ঞান সম্পন্ন।
৬নং ওয়ার্ডে: খন্দকার মুহিবুর রহমান মলাই (বৈদ্যুতিক পাখা) ৮ম শ্রেণী, নওয়াব আলী সাজ্জাদ খান (ঘোড়ি) স্বশিক্ষিত, ফরিদ উদ্দিন আহমেদ (ঢোল) ¯œাতোকত্তর, মো: আব্দুল মানিক (বেহালা) এইচএসসি, মো: আব্দুল লতিফ (ক্রিকেট ব্যাট) বিএ, মো: আব্দুস শহীদ (টিফিন ক্যারিয়ার) এইচএসসি, মো: মুহিবুল ইসলাম আযাদ (হাতি) বি এ,লুৎফুর রহমান (অটো রিক্সা) ৮ম শ্রেণী, শফিউল আলম (তালা) স্বশিক্ষিত, সুয়েল আহমদ (টিউবয়েল) ৫ম শ্রেণী।
৭নং ওয়ার্ডে মঈনুল হক (তালা) এসএসসি, এম এ আহাদ (টিউবয়েল) স্বশিক্ষিত, নাসির উদ্দিন আহমদ (ঘুড়ি) এমকম, মো: আতাউর রহমান (ক্রিকেট ব্যাট) এমএসসি,আব্দুল্লাহ আল মামুন (অটো রিক্সা) ৮ম শ্রেণী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম (বৈদ্যুতিক পাখা) এমকম ও এলএলবি, সেলিম আহমদ (হাতি) এসএসসি।
৮নং ওয়ার্ডেঃ বদরুল হোসেন (হাতি) এসএসসি, আব্দুল আজিজ বদরুল (তালা) এসএসসি, আব্দুল হাকিম তালুকদার (অটোরিক্সা) ১০ম শ্রেণী, মো: এহতেশামুল হক টিউবয়েল (হলফনামায় লেখা অস্পষ্ট), ফজর আলী (ক্রিকেট ব্যাট) উল্লেখ নেই, রওনক আহমেদ (বৈদ্যুতিক পাখা) বিএ সম্মান, সৈয়দ আবুল কালাম আযাদ (ঘোড়ি) মাধ্যমিক, হুমায়ুন আলম (ঢোল) ৮ম শ্রেণী।
৯নং ওয়ার্ডেঃ শেখ মাহমুদুর রহমান (ঘুড়ি) স্বশিক্ষত, আবু তাহেল রানা (তালা) সম্মান, এলেমান হোসেন (অটো রিক্সা) ৮ম শ্রেণী, আতাউর রহমান (উট পাখি) উচ্চ মাধ্যমিক,শাহাজান তালুকদার (ক্রিকেট ব্যাট) উচ্চ মাধ্যমিক, হুমায়ুন তালুকদার (টিউবয়েল) এসএসসি, শিব্রত চক্রবর্ত্তী (বৈদ্যুতিক পাখা) মাধ্যমিক পাশ।
১০ নং ওয়ার্ডেঃ আকবর আলী (বৈদ্যুতিক পাকা) ¯œাতক, মাহবুব ইজদানী (ঘুড়ি) এসএসসি, মামুনুর রশিদ (তালা) স্বশিক্ষিত।
১১নং ওয়ার্ডেঃ ইমরান (টিউবয়েল) ৮ম শ্রেণী, হাসান আহমদ জাবেদ (তালা) এমকম, সুজিত দাস (অটোরিক্সা) বিএসএস ও এলএলবি পাশ।
১২ নং ওয়ার্ডে: বিকুল চক্রবর্তী (হাতি) এইচএসসি, মোছাব্বির আলী মুন্না (বক) এসএসসি,নিয়ামুল হক তরফদার (অটোরিক্সা) আলিম, পরিমল দাশ (বৈদ্যুতিক পাখা) ৮ম শ্রেণী,আফজল হক (টিউবয়েল) এসএসসি,মশিউর রহমান (তালা) মাধ্যমিক।
১৩নং ওয়ার্ড নাজিম উদ্দিন (অটোরিক্সা) ৮ম শ্রেণী, পংকজ আউলেসিয়োস কন্দ (তালা) বিএ,আবুল বাসার (বৈদ্যুতিক পাখা) এসএসসি,বদরুজ্জামান সেলিম (টিউবয়েল) স্বাক্ষর জ্ঞান সম্পন্ন।
১৪ নং ওয়ার্ড কমলা বাবু সিংহ (টিউবয়েল) বিএপাস, গোলাম রব্বানী তৈমুর (অটোরিক্সা) ৮ম শ্রেণী, হেলাল উদ্দিন (তালা) এম এ।
১৫নং ওর্য়াড: মো: ইলিয়াছুর রহমান (টিউবয়েল) বিএইচএসসি, মো: মুর্শেদুর রহমান (তালা) এমএ, মো: মুহিবুর রহমান (অটোরিক্সা) স্বশিক্ষিত।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে (১,২,৩ ): জুবেদা ইকবাল (ফুটবল) এমএ ও এলএল বি, আমেনা বেগম (হরিণ) ফাজিল।
২নং ওয়ার্ডে (৪.৫.৬): শিরিন আক্তার চৌঃ মুন্নি (মাইক) বিএ, জিশান আরা বেগম (টেলিফোন) মার্স্টাস, আজিবুন খানম (হরিণ) এসএসসি, ফরহান বেগম চৌধুরী দোয়াত (কলম) এমএ ও এলএলবি, মোছা: আমেনা আক্তার (ফুটবল) এইচএসসি, মোছা: খোদাজা বেগম (বই) ৫ম শ্রেণী, শিল্পী বেগম (টেবিল ঘড়ি) ৮ম শ্রেণী।
৩ নং ওয়ার্ডে (৭.৮.৯): রাজিয়া সুলতানা শেখ (ফুটবল) স্বশিক্ষিত, মুক্তি চক্রবর্ত্তী (টেবিল ঘড়ি) এসএসসি, রাকিবা সুলতানা তালুকদার (দোয়াত কলম) ৮ম শ্রেণী।
৪ নং ওয়ার্ডে (১০.১১.১২): রহিমা আক্তার (বই) এসএসসি, রেজিয়া রহমান (ফুটবল) ৮ম শ্রেণী, সৈয়দা জেরিন আক্তার (টেবিল ঘড়ি) এসএসসি, সুরাইয়া ইয়াছমিন (হরিণ) এমএ।
৫ নং ওয়ার্ড (১৩.১৪.১৫): তরফদার রেজওয়ানা ইয়াছমিন (বই) বিএ, মমতা আক্তার সুমী (মাইক) ৮ম শ্রেণী, মুন্না দেব রায় (দোয়াত কলম) স্বশিক্ষিত, মেরী রাল্ফ (হরিণ) ৮ম শ্রেণী, শেলী রানী পাল (টেবিল) ঘড়ি ৮ম শ্রেণী, রোকশানা আক্তার (ফুটবল) এলএলবি ।
মন্তব্য করুন