জেলা পরিষদ নির্বাচন-২০১৬ : চেয়ারম্যান পদে ৬ জন সহ ১২২ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে উচ্চ আদালতে রীট করে একজন প্রার্থীর বৈধতা সহ মোট ৬ জন চেয়ারম্যান ও ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৮৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২২ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে।
১২ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এবং সহকারী রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আখন্দ প্রার্থীদের উপস্থিতিতে প্রতিক বরাদ্ধ করেন।
বরাদ্ধ অনুযায়ী চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান (চশমা), সাবেক সাংসদ এম এম শাহীন (আনারস), সতন্ত্র প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি এম, এ রহিম শহীদ (মোটর সাইকেল), সাংবাদিক বকসী ইকবাল আহমদ (ঘোড়া) যুক্তরাজ্য সেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সাবুল (প্রজাপতি) ও সতন্ত্র প্রার্থী ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের চেয়ারম্যান সুয়েল আহমদ (তালগাছ) প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য ১ ডিসেম্বর বকসি ইকবাল আহমদ জেলা রিটার্নিং অফিসার মোঃ তোফায়েল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে হলফনামায় প্রার্থীর স্বাক্ষর না থাকার কারণ দেখিয়ে রির্টানিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন।
বকসি ইকবাল আহমদ এ আদেশের বিরুদ্ধে সিলেট অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এর কাছে আপিল মামলা নং ১১/২০১৬ইং দায়ের করেন। তিনিও তার মনোনয়নপত্র একই কারণ দেখিয়ে আপিল নামঞ্জুর করেন। এ ব্যাপারে ১১ ডিসেম্বর বকসি ইকবাল আহমদ মহামান্য হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোঃ খছরুজ্জামানের বেঞ্চে রীট পিটিশন নং ১৫৭৯৯/২০১৬ইং দায়ের করেন।
রীট শুনানী শেষে বিজ্ঞ আদালত ১১ ডিসেম্বর রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মৌলভীবাজারকে তার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।
বকসি ইকবাল আহমদের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ.কে.এম ফয়েজ। এতদসংক্রান্ত কাগজপত্র মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে ১২ ডিসেম্বর দাখিল করা হলে তিনি বকসি ইকবাল আহমদকে ঘোড়া প্রতীক প্রদান করেন।
জেলায় ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে মোট ৯৫৬ জন নির্বাচকমন্ডলীর সদস্য (ভোটার) রয়েছেন।
মন্তব্য করুন