জেলা পর্যায়ে শ্রীমঙ্গল চার ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬ উপলক্ষে প্রাথমিক শিক্ষা বিভাগের মৌলভীবাজারে জেলা পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলা ৪টি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
শনিবার বিকালে মৌলভীবাজার জেলা বাছাই কমিটি কর্তৃক্ত বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের নাম ২৮ আগষ্ট রোববার সকালে ঘোষনা করেন এবং শিক্ষা অফিসের নোর্টিশ বোর্ডে লাগিয়ে রাখেন। শ্রীমঙ্গল উপজেলায় শ্রেষ্ঠ ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নির্বাচিক হয়েছেন মোহাম্মদ আলী, শ্রেষ্ঠ শিক্ষক শহরের চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, ঝরে পড়া রোধে শ্রেষ্ঠ ভাড়াউড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব ও শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন জাম্বুরাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসি রাণী পাল। শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন জানান, ২৬টি বিভিন্ন ক্যাটাগরির মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের টার্গেট ছিল। কিন্ত জেলা বাছাই কমিটি শেষ পর্যন্ত চারটি বিষয়ে শ্রেষ্ঠত্ব নির্বাচন করে।
মন্তব্য করুন