জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছনতা দিবস পালিত
জনি বেগম॥ নিজের আঙ্গিনা পরিস্কার রাখুন এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার শহরে মশক নিধন ও পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তোলার লক্ষে সচেতনতামূলক র্যালী করেছে জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভা।
বৃহস্পতিবার সকালে পৌরসভা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা ম্যাজিস্ট্রেট কলনীতে এসে পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করা হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন অংশ নেয়।
পরে সপ্তাহব্যাপী এ পরিচ্ছনতা দিবসের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান প্রমুখ।
সংসদ সদস্য নেছার আহমদ বলেন, পরিবেশকে সুন্দর রাখা প্রতিটি মানুষের অপরিহার্য দায়িত্ব। আমাদের চারপাশ যত সুন্দর হবে আমাদের মন মানসিকতাও তত সুন্দর এবং উন্নত হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা জীবন ও পরিবেশের জন্য একান্ত দরকার। আমাদের শহর হবে জঞ্জাল, আবর্জনা মুক্ত পরিচ্ছন্ন শহর। এই লক্ষেই আমরা জেলা প্রশাসন ও পৌরসভার সাথে কাজ করছি। এবং সব ধরণের সহযোগীতা করবো।
মন্তব্য করুন