জেলা বিএনপির আহবায়কের উদ্যোগে ঐক্যবদ্ধ হলো জেলা কৃষকদল
স্টাফ রিপোর্টার : কেন্দ্র থেকে কমিটি গঠনের প্রায় দুই বছর পর মৌলভীবাজার জেলা কৃষকদলের আহবায়ক কমিটি এক সঙ্গে বসে আহবায়ক কমিটির সভায় মিলিত হলেন। দুই ভাগে বিভক্ত জেলা কৃষকদলের ঐক্য হওয়ার খবরে দলের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে ঐক্যের পালে সুবাতাস বইছে। বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে বইছে উৎসাহ উদ্দীপনা।
দীর্ঘ দিন ধরে বিভক্ত হওয়া এ সংগঠনটির এতদিন কেউ ঐক্যবদ্ধ করার উদ্যোগ না নেওয়ার সংগঠনটির নেতাকর্মীদের মাঝে এক ধরনের ক্ষোভ ও হতাশা বিরাজ করছিলো। শেষমেশ মৌলভীবাজার বিএনপির নতুন আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন এর উদ্যোগে এমন বৈঠকের আয়োজন করায় নেতাকর্মী বেজায় খুশি। তারা চান কৃষকদল সহ সকল কমিটি যাতে আগামীতে ঐক্য বদ্ধ দলীয় কার্যক্রম চালাতে পারে।
গত ১৩ নভেম্বর বুধবার বিকেল তিনটায় তার নিজ বাসভবনে জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষকদলের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোনাহিম কবীরের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন।
আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহবায়ক কমিটির সদস্য মিজানূর রহমান মিজান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম রিপন, ফখরুল ইসলাম, মনোয়ার আহমেদ রহমান,মুহিতুর রহমান হেলাল,বিএনপি নেতা মুজাহিদ খান,কৃষক দল নেতা আব্দুল করিম ইমানী,মশিউর রহমান বেলাল, শাহাদ আহমদ,সৈয়দ রিপন আলী,আনোয়ার আহমদ,মো. নানু মিয়া, কাউছার আহমদ, কয়েছ আহমদ এবং মর্ত্তুজা মিয়া।
দলীয় সুত্রে জানা যায়,জেলা কৃষকদলের আহবায়ক কমিটি দীর্ঘ দুই বৎসর যাবত গঠন করা হয়। কিন্তু একসঙ্গে এ কমিটি ঐক্য বদ্ধ ভাবে বসে মিটিং করতে পারে নি। কমিটি গঠনের পর আহবায়ক এবং সদস্য সচিব দুইভাগে বিভক্ত হয়ে যান। কেউ কারো সঙ্গে কথাবার্তা বলেননি। ফলে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে যায়।
গত ৫ নভেম্বর জেলা বিএনপি ঐক্য বদ্ধ হওয়ার পর এবং কেন্দ্র থেকে চিঠি আসার পর তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের উদ্যোগে জেলা কৃষকদলের আহবায়ক কমিটির অনুষ্ঠিত সভায় সকলে ঐক্যবদ্ধ হন এবং আগামীতে সকল কার্যক্রম এক সাথে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমেদ ও সদস্য সচিব মোনাহিম কবির জানান, তারেক রহমানের নির্দেশ জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন উদ্যোগ নিয়ে তার বাসায় বৈঠক করে দলের বিভক্তির অবসান ঘটান। আগামীতে সকল কার্যক্রম ঐক্য বদ্ধ ভাবে পালন করা হবে।
মন্তব্য করুন