(ডিভিও সহ) জেলা সদরে যথাযোগ্য মর্যাদায় ৪৬তম মহান বিজয় দিবস পালিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্যদিয়ে ৪৬তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিনের শুরুতে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেছে সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
শনিবার সকালে বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় স্মৃতিসৌধে সর্বস্থরের মানুষের ঢল নেমেছে।
৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সকাল সাড়ে ৬টা ৪০ মিনিটে কেন্দ্রীয় স্মৃতিসৌধ বেদীতলে ও গনকবরে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, আওয়ামীলীগ, বিএনপি, মৌলভীবাজার পৌরসভা,
মৌলভীবাজার প্রেসক্লাব, সিভিল সার্জন, চেম্বার অব কমার্স, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারী কলেজ, জেলা আইনজীবী সমিতি, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,
জেলা ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, ব্যাংক অফিসার্স ক্লাব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সংঘ, জাপা, সিপিবি, বাসদ, জাসদ, বিএমএ, পাবলিক লাইব্রেরী, জেলা শিল্পকলা একাডেমী, হামদর্দ, বাংলাদেশ মহিলা পরিষদ, যুগান্তর স্বজন সমাবেশ, মৌলভীবাজার ডিবেটিং ক্লাব, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষর্থীরা। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন।
পরে সকাল সাড়ে ৮টায় এম সাইফর রহমান ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকল সরকারী, অধাসরকারী, ¯া^য়ত্বশাসিত, এবং বেসরকারী ভবন ও স্থাপনা সমূহে করা হয়েছে রং বে-রংঙের বর্ণিল আলোকসজ্জা করা হয়।
মন্তব্য করুন