জেলা-৪ এর বার্ষিক সম্মেলনে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সাফল্য
কুলাউড়া অফিস॥ এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর ২০১৬ বর্ষের ৩২তম বার্ষিক সম্মেলন ৪ নভেম্বর শুক্রবার সিলেটস্থ জেলা পরিষদ মিলনায়তনে দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্য এপেঃ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। জেলা-৪ এর গর্ভনর এপেঃ জাহাঙ্গীর আলম খুরশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন এপেঃ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ২০১৬ বর্ষের জাতীয় সভাপতি এপেঃ এড. রেজাউল ইসলাম, জাতীয় সহ সভাপতি এপেঃ খুরশেদ উল আলম অরুন, এপেক্স গে-াবাল এর চেয়ারম্যান এপেঃ আসলাম হোসেন, এলজি এন্ড পিএনপি এপেঃ এড. আব্দুল খালিক, পিএনপি এপেঃ রমিজ উদ্দিন, পিএনপি এপেঃ চন্দন দাস প্রমুখ। দিনব্যাপী এই অনুষ্ঠানে দ্বিতীয় ভাগে অনুষ্ঠিত হয় ২০১৭ সালের জেলা গর্ভনর নির্বাচন। উক্ত নির্বাচনে এপেক্স ক্লাব অব বিশ্বনাথের পিপি এপেঃ এড. মিসবাউর রহমান আলম নির্বাচিত হন। তার পরের পর্বে অনুষ্ঠিত হয় ২০১৬ বর্ষের জেলা-৪ এর ১৫টি ক্লাবের মধ্যে পারফরমেন্স অ্যাওয়ার্ড বিতরণ। উক্ত পর্বে এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সর্বোচ্চ ১২টি অ্যাওয়ার্ড অর্জন করে। অ্যাওয়ার্ড গুলো হলো ক্লাব পর্যায়ে বেষ্ট ক্লাব, বেষ্ট সার্ভিস ক্লাব, বেষ্ট এটেনডেন্স অ্যাওয়ার্ড। ২০১৬ বর্ষের এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল অর্জন করেন বেষ্ট এপেক্সিয়ান ও বেষ্ট ডেলিগেট অ্যাওয়ার্ড। এছাড়াও ক্লাব সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ শফিউল আলম সৌরভ অর্জন করেন বেষ্ট সেক্রেটারী ও বেষ্ট ডিনার নোটিশ এডিটর অ্যাওয়ার্ড। ক্লাব পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয় অর্জন করেন বেষ্ট সুভিনিওয়র এডিটর ও কো-অপারেশন অ্যাওয়ার্ড। অন্যান্য অ্যাওয়ার্ড গুলো হলো বেষ্ট সার্ভিস ডিরেক্টর (এনএসডি কর্তৃক) এপেঃ সুরমান আহমদ, বেষ্ট মার্শাল এপেঃ জাহাঙ্গীর আলম ও স্পেশাল অ্যাওয়ার্ড পান ক্লাব পিপি এপেঃ আব্দুস সহিদ বাবুল।
মন্তব্য করুন