টরন্টোতে জালালাবাদ মহাসম্মেলন সফল করতে হ্যামিল্টন জালালাবাদ বাসীর  মতবিনিময় সভা

April 18, 2018,

সাইফুল ইসলাম॥ কানাডার টরন্টো শহর থেকে মাত্র এক ঘন্টা দুরত্ব সময় হ্যামিল্টন শহরে অসংখ্য জালালাবাদবাসী বসবাস করে আসছেন। টরন্টোর বিভিন্ন অনুষ্ঠানে আয়োজনে এই হ্যামিল্টনবাসীর সাহায্য সহযোগীতা এবং স্বতঃস্ফুর্ত অংশগ্রহন বিশাল ভূমিকা অপরীসীম। তারই আলোকে তৃতীয় জালালাবাদ মহাসম্মেলন প্রস্তুতির জন্য হ্যামিল্টন জালালাবাদবাসীর সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল সোমবার রাত ৮টার দিকে হ্যামিল্টনের গেইট অব ইন্ডিয়া রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর নেতৃবৃন্দ এবং জালালাবাদ মহাসম্মেলন ২০১৮ এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে হ্যামিল্টনে বসবাসরত জালালাবাদবাসীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কানাডার টরন্টো থেকে মো.রহুল কুদ্দুছ চৌধুরী এক প্রেসবিজ্ঞপ্তিতে ১৮ এপ্রিল বুধবার এ তথ্য জানিয়েছেন।

হ্যামিল্টনের সভায় হ্যামিল্টনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. সৈয়দ ফজলুল বখ্ত, মো.আমিরুল ইসলাম, মো. সাইফুল হোসেন চৌধুরী, মোঃ তফজ্জল আলী, মো. বেলায়েত হোসেন চৌধুরী, মো. রহিম উদ্দিন চৌধুরী, মো. ইফতেখার আহমেদ জায়গীরদার, মোহাম্মদ ওয়াহেদ (মুফতি), মো. তায়িদ চৌধুরী, মোঃ আমিরুল হক, মো. বদিউজ্জামান (জুয়েল), মো. হাফিজ কাজী, মো. ফাহিম মুছাব্বির, মোহাম্মদ রুকন উদ্দিন, মোঃ নুরুল হক, মো. আমিরুল হক (খোকন), মো. আব্দুস সালাম (সমছু), মো. এনামুল হক টিপু, মো. এমাদ হোসেন চৌধুরী, মো. শাহাব আহমেদ (কচি), মো. মুহিবুল করিম, মো. এবাদ চৌধুরী, মো. ছহুল আহমদ চৌধুরী, মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী প্রমূখ।

মতবিনিময় সভায় টরন্টো থেকে অংশ নেন  জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি ও জালালাবাদ মহাসম্মেলনের আহ্বায়ক খসরুজ্জামান চৌধুরী দুলু ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক এবং সম্মেলনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রোকনউজ্জামান।  সদস্য সচিব ছাইফ উদ্দিন চৌধুরী ভুট্র, উপদেষ্টা খুসনুর রশিদ চৌধুরী, উপদেষ্টা মুক্তিযোদ্ধা তুতিউর রহমান, জামাল উদ্দিন, রোমান চৌধুরী, মুজাহিদুল ইসলাম, মাহবুব চৌধুরী, শামীম মিয়া, লায়েকুল হক চৌধুরী, বাবেল চৌধুরী, রুহুল কুদ্দুছ চৌধুরী, সাঈদ চৌধুরী দিপু, মোহাম্মদ হেলাল উদ্দিন, তাহমিদ আহমেদ, আবু আলী সোহেল, দেশের আলো পত্রিকার সম্পাদক সাইদুন ফয়ছল এবং জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি ছাদ চৌধুরী।

গেইট অব ইন্ডিয়ার কর্ণধার বিশিষ্ঠ সমাজসেবক জনাব মো. এনামুল হক টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় তৃতীয় জালালাবাদ মহাসম্মেলন ২০১৮ এর নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আসন্ন এই দুইদিন ব্যাপী সম্মেলনের মূল অবকাঠামো উপস্থাপন করে হ্যামিল্টনবাসীর সাহায্য ও সহযোগীতার কামনা করেন।

বক্তারা বলেন, টরন্টোতে আয়োজিত যে কোনও ধরনের অনুষ্ঠানে হ্যামিল্টনবাসী সর্বদাই অংশ গ্রহন করে আসছে। জালালাবাদ এসোসিয়েশনের আয়োজন এই জালালাবাদ মহাসম্মেলনে সার্বিক সহযোগীতা করা প্রত্যেক জালালাবাদবাসীদের নৈতিক দায়িত্ব। তারা এই জালালাবাদ মহাসম্মেলনকে আর্থিক, শারিরিক ও মানসিকভাবে সব ধরনের সাহায্য ও সহযোগীতা করার আশাবাদ ব্যক্ত করেন। সভায় উপস্থিত সকল হ্যামিল্টনবাসী সর্বসম্মতিক্রমে মহাসম্মেলনের আহ্বায়ক কমিটিতে অন্তভুক্তির জন্য তাদের মধ্য থেকে একটি নামের তালিকাও প্রদান করা হয়।

টরন্টোতে অনুষ্ঠিত এতো বড় একটি আয়োজনে প্রথমবারের মতো হ্যামিল্টনবাসীদের অংশগ্রহন নিশ্চিত করতে হ্যামিল্টনে এই মতবিনিময় সভার আয়োজন করায় জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোকে ধন্যবাদ জানান। রাতে নৈশভোজের মাধ্যমে আনন্দমূখর পরিবেশে সভার সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com