মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উদ্যেগে মিলাদুন্নবী (র:) পালিত
স্টাফ রিপোর্টার॥ ঐতিহ্যবাহী মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় ধর্মীয় ভাবগাম্ভীর পরিবেশে শান শওকতের সাথে ঈদে মিলাদুন্নবি (র:) উদযাপন সম্পন্ন।
১৬ সেপ্টেম্বর, ১২ রবিউল আউয়াল, সোমবার ঈদে মিলাদুন্নবী (র:) উপলক্ষ্যে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা কর্তৃক ক্বেরাত, হামদ, নাত, রাসুল (র:) এর জীবনের বিভিন্ন দিকের উপর প্রবন্ধ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার উপাধ্যক্ষ মাও: মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মিলাদুন্নবী (র:) বাস্তবায়ন কমিটির আহবায়ক সৈয়দ বাকী বিল্লাহ ও সদস্য সচিব হোসাইন আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মো: শামছুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওঃ আরমান আলী, সহকারী অধ্যাপক মাওঃ আব্দুল আলীম, সহকারী অধ্যাপক মাও: মোঃ মুহিবুর রহমান, প্রধান মুহাদ্দিস মাও: কবিরুজ্জামান, ছানি মুহাদ্দিস হযরত মাওলানা জুনায়েদ আহমদ সাহেব, গভর্নিং বডির দাতা সদস্য ফখরুল ইসলাম, সাবেক সদস্য আলহাজ¦ সিরাজুল ইসলাম সিদ্দিকী, জিবির সাবেক সদস্য মাও: সৈয়দ করম আলী, জিবি সদস্য আলহাজ আব্দুর রকীব।
মিলাদুন্নবি (র:) এর তাৎপর্য উল্লেখ পূর্বক আরো বক্তব্য রাখেন মাদরাসার আরবী প্রভাষক মো: আব্দুল আউয়াল, গ্রন্হাগারিক প্রভাষক মাওলানা নুরুল হক, সহকারী সিনিওর শিক্ষক মাওঃ সিরাজুল ইসলাম মাসুক, সহকারী মৌলভী মাওঃ মুজাহিদুল ইসলাম ফারুকী ও সহকারী শিক্ষক জনাব আবুল কাশেমসহ প্রমূখ।
ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন হাফিজ কামরুল ইসলাম, হাফিজ আতিকুর রহমান নাইম। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ইমরুজ আহমদ, মাওঃ হাফিজুর রহমান, মাও: আব্দুল জব্বার ক্বারী ওয়ারিছ উদ্দিন, আবুল কাশেম, হাফিজুর রহমান, সুমন আহমদ প্রমুখ মিলাদ পরিচালনা করেন মাদরাসার প্রবীন শিক্ষক মাও: মুতিউর রহমান। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
মন্তব্য করুন