টাকার অভাবে আইসিবি ইসলামী ব্যাংক লিঃ প্রায় ৩ ঘন্টা তালাবদ্ধ
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে “আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড’র অফিস চলাকালীন সময়ে টাকার অভাবে প্রায় ৩ ঘন্টা বন্ধ ছিল। পরে প্রধান কার্যালয় থেকে গ্রাহকদের কিছু টাকা পাওয়া গেলে তালা খুলে অফিস কার্যক্রম শুরু হয়। এ নিয়ে জেলা শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৌলভীবাজার শহরের ব্যস্থতম আদালত সড়কের চৌমহনায় অবস্থিত আইসিবি ব্যাংকটিতে ৬ মে সোমবার সকাল ১০টা থেকে গ্রাহকরা নিজেদের প্রয়োজনে অবস্থান করেন। ব্যাংক দীর্ঘ সময় তালাবদ্ধ থাকায় চৌমুহনা জুড়ে হৈচৈ শুরু হয়।
তাৎক্ষনিক বাহিরে উপস্থিত থাকা গ্রাহকরা মুঠোফনে কথা বলেন ব্যাংক ব্যাবস্থাপকের সাথে। এতে কোন লাভ না হওয়ায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনেকে কথা বলে তাদের সমস্যার কথা তুলে ধরেন।
ব্যাংক ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন সুমন ব্যাংকের অর্থনৈতিক সমস্যার কথা তুলে ধরে বলেন,”হেড অফিস থেকে ২ মাস ধরে বলা হচ্ছে, আমার শাখায় প্রয়োজনীয় টাকা পাঠানো হবে। কিন্তু এতে কোন সুরাহা হচ্ছে না”।
তিনি বলেন, ব্যাংকে আমার প্রয়োজন ৫০ লাখ টাকার, তারা দিচ্ছেন মাত্র ২ লাখ টাকা। ব্যবস্থাপক আরো বলেন, প্রতিদিন আমাকে বলা হয় “বিএফটিন” করো, টাকা দেয়া হচ্ছে। কিন্তু তা আর হয় না।
ব্যবস্থাপক সুমন বলেন, আমার এখানে কাস্টমার রয়েছেন ৪শ জন। কিন্তু টাকা নাই। কালকে রোববার এমন হইছে, গ্রাহকরা টাকার জন্য মা-বাপ তুলে গালাগালি শুরু করেছে। আমার নিজেরও ৬২ লাখ টাকা ব্যাংকে রয়েছে।
তিনি আরো জানান, গেল রোববার হেড অফিস থেকে বলা হয়েছে, বিএফটিএন করতে, তারা ৫ লাখ টাকা দিচ্ছেন। কিন্তু রাত ১২ পর্যন্ত অপেক্ষা করেছি। টাকা দেয়া হয়নি। আজ সিদ্ধান্ত নিয়েছি, ব্যাংক খুলবো না। ব্যাংক খুলে আমি গ্রাহকদের মার খাব নাকি? তিনি হেড অফিসকে উদ্যেশ্য করে বলেন, গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করলাম আমরা। আর এগুলো তারা নিয়ে নিলেন।
ব্যাংক ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন সুমন বলেন, সোমবার হেড অফিস জানতে পেরেছে যে, আমাদের মৌলভীবাজার আইসিবি শাখা বন্ধ রয়েছে। তাৎক্ষনিক কিছু টাকা দিয়ে বলা হয়েছে তাড়াতাড়ি খোলার জন্য। এই টাকা পেয়ে গ্রাহকদের চাহিদা আপাতত পুরণ করছি।
মন্তব্য করুন