(ভিডিওসহ) টানা কয়েক দিনের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার উপর দিয়ে গত কয়েক দিন থেকে কনকনে শীত ও হিমেল হাওয়া অভ্যাহত থাকায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।
১৯ জানুয়ারী মঙ্গলবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কন কনে শীত ও ঘন কুয়াশার কারণে হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবি ও নিম্নআয়ের সাধারণ মানুষ চরম মানুষ ভোগান্তিতে পরেছেন। সময়মতো তারা কাজে যেতে পরছেননা। ঘন কোয়াশার কারণে রাস্তায় যানবাহনগুলো হেডলাইট জ¦ালিয়ে চালাতে দেখা গেছে।
দিনে ও রাতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। মৌলভীবাজার সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স গুলোতে শীতজনিত রোগ সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশু ও বয়স্কদের সংখ্যা প্রতিদিনই ভর্তি হচ্ছেন। শীত নিবারনে ফুটপাতে গরম কাপড়ের দোকানে নিম্ন্ আয়ের মানুষ ভীর জমাচ্ছেন কাপড় ক্রয় করতে।
মৌলভীবাজারস্থ শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুজ্জামান জানান, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১০ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহ থেকে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা নামা করছে। ঘন কোয়াশা কেটে গেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে।
সরকারি ভাবে জেলায় এ পর্যন্ত ৪৫ হাজার পিস কম্বল বরাদ্ধ এসেছে।
মন্তব্য করুন