(ভিডিও সহ) টানা বৃষ্টিতে পৌর শহরের নিম্নাঞ্চলপ্লাবিত : বাসাবাড়িতে পানি, রাস্তাঘাট তলিয়ে গেছে

June 1, 2017,

স্টাফ রিপোর্টার॥ টানা বৃষ্টিতে মৌলভীবাজার শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। এদিকে শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাটে কোমর অবধি পানি উঠেছে। ফলে স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী লোকজন মারাত্মক দুর্ভোগে পড়েছেন।
১ জুন বৃহস্পতিবার ভোর চারটা থেকে মৌলভীবাজারে শুরু হয় টানা বর্ষণ। এর ফলে সকাল ১১টা পর্যন্ত মুষলধারে বৃষ্টির কারণে শহরের সার্কিট হাউস এলাকা, টিবি হাসপাতাল রোড, আরামবাগ, পূর্বগীর্জাপাড়া, ধরকাপন, পশ্চিমবাজার এলাকা, গোবিন্দশ্রী, সৈয়ারপুর ইত্যাদি এলাকার রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে পড়ে।

এসময় দুই শতাধিক বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে।
টিবি হাসপাতাল রোডে নারী-পুরুষরা কোর অবধি পানি মাড়িয়ে শহরে প্রবেশ করছেন। পূর্ব গীর্জাপাড়ার বেশিরভাগ বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। ওই এলাকায়ও কোমর অবধি পানি মাড়িয়ে শিক্ষার্থী, অফিসগামী লোকজন চলাচল করছেন।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের অবজারভার হারুন অর রশীদ জানান, ভোর থেকে শুরু হয়ে এক ঘন্টার মধ্যে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সকাল এগারোটা পর্যন্ত প্রায় ৭০ মিলিমিটার বৃষ্পিাত হয়েছে। সারাদিন একটু থামলেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com