টানা ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানির স্রোতে রেল সেতুর খুঁটির নিচের মাটি সরে গেলে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের রেল যোগাযোগ বন্ধ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সংস্কার কাজ ব্যাহত॥ যাত্রীদের চরম দুর্ভোগ

April 2, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ সিলেট-আখাউড়া রেলপথের হবিগঞ্জ জেলার ইটাখোলা রেলওয়ে স্টেশন এলাকায় পাহাড়ি ঢলের ¯্রােতে একটি রেল সেতুর খুঁটির নিচের মাটি সরে গেলে রেল সেতুটি ট্রেন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল বৃহস্পতিবার ৩০ মার্চ ভোর থেকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সংস্কার কাজ ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেল সেতু মেরামত করতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে রেলওয়ের গণপূর্ত বিভাগের লোকজন জানান। সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বিকল্পভাবে সেতুর দুই দিকে ট্রেন রেখে যাত্রী পারাপারের চিন্তা ভাবনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত সেতু মেরামত সহসা হচ্ছে না বলেই সিলেট থেকে আখাউড়াগামী ডেমু সাধারন ট্রেন ভানুগাছ ও সিলেট থেকে ঢাকাগামী আন্ত:নগর কালনি এক্রপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ থেকে সিলেটের দিকে ফেরৎ পাঠানো হয়েছে। প্রাকৃতিক কারণে আকস্মিকভাবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকায় ট্রেনযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
রেলওয়ের গণপূর্ত বিভাগের শাায়েস্তাগঞ্জস্থ উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী রুহুল আক্তার বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এ প্রতিনিধিকে জানান, ক্ষতিগ্রস্ত সেতু মেরামতে কাজ চলছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেরামত কাজে সময় লাগছে। এ অবস্থায় এ সেতুটি মেরামতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। ট্রেন চলাচলের বিষয়ে এখনও কিছু নিশ্চিত করা বলা যাচ্ছে না। তবে উর্দ্ধতন বিভাগীয় কর্মকর্তাদের সাথে আলোচনাক্রমে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে অর্থাৎ বিকল্প পন্থায় সেতুর দুই দিকে দুটি ট্রেন রেখে যাত্রীদের পারাপার শুরু করা যায় কিনা সে বিষয়ে ভাবা হচ্ছে। সিন্ধান্ত হলে শুক্রবার থেকে এভাবে ট্রেন চলাচল অব্যাহত রাখা হতে পারে।
শ্রীমঙ্গলস্থ রেলওয়ের গণ পূর্ত বিভাগের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী আলী আজম, ঘটনার সত্যতা নিশ্চিত করে, এ এলাকায় প্রতিটি পাহাড়ি ছড়ায় প্রচুর পরিমাণে বালু থাকে। পাহাড়ি ঢলের পানির ¯্রােতের সময় এমনিভাবে রেল সেতুর খুঁটির নিচ থেকে বালু ও মাটি সরে গেলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এর পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গণ পূর্ত বিভাগের কর্মীরা সেখানে সেতু সংস্কার করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com