টিকা দিবস সফল করতে শ্রীমঙ্গল পৌরসভার কিশোরী ক্লাবের স্বেচ্ছাশ্রম
বিকুল চক্রবর্তী॥ জাতীয় টিকা দিবস-১৬ এর ২য় রাউন্ড শ্রীমঙ্গল পৌর এলাকায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার ১০ সকালে পৌর এলাকার চা শিল্প শ্রম কল্যাণ কেন্দ্রে একজন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দিবসের শুভ উদ্ভোধন করেন পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র বিশিষ্ট সমাজ সেবী কাজী আব্দুল করিম। কোন শিশু যেন ভিটামিন এ ক্যাপসুল থেকে বাদ না পড়েন সেদিকে লক্ষ্য রেখে সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন,শিশুদের অন্ধত্ব ঘুচাতে এবং আগামী প্রজন্মকে সুস্থ নাগারক হিসেবে গড়ে তুলতে টিকা দিবস সফল করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক ও অসীম রায়।
উল্লেখ্য টিকা দিবসের ২য় রাউন্ডে পৌর এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯৯জন শিশুকে ১টি করে ভিটামিন নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী তিন হাজার দু’শ চব্বিশ জন শিশুকে ভিটামিন-এ লাল ক্যাসুল খাওয়ানো হয়।
টিকা দিবসে সফল করকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০টি কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে পৌরসভার কিশোরী ক্লাবের সদস্য ও স্বাস্থ্যকর্মীগণ।
এ সময় ভারপ্রাপ্ত মেয়র এ টিকা দিবস সফল করতে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহন করার জন্য পৌরসভার কিশোরী ক্লাবকে ধন্যবাদ জানান।
মন্তব্য করুন