টিপু খাঁনের বাসায় হামলা : প্রধান আসামি কারাগারে
স্টাফ রিপোর্টার॥ রাজনগরের ইউপি চেয়ারম্যান টিপু খাঁনের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সেলিম আহমদকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার ১৯ জানুয়ারি মৌলভীবাজার সহকারী জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগাম জামিন নিতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর আদেশ প্রদান করেন।
মামলার বিবরনে জানা যায়, চলতি বছরের ৭ জানুয়ারি রাতে মামলার প্রধান আসামি সেলিম আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসী টিপু খাঁনের টেংরা বাজারস্থ বাসাতে হামলা চালায়। এসময় টিপু খাঁনকে প্রানে মারার উদ্দেশ্যে মারধরসহ আসবাবপত্র ভাঙচুর, নগদ টাকা ও স্বর্নালঙ্কার লুটপাট করা হয়।
এ ঘটনার পর চেয়ারম্যান টিপু খাঁন বাদি হয়ে ৮ জানুয়ারি সেলিম আহমদ, জগলু তালুকদার, সানি মিয়াসহ ১৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসবাবপত্র ভাঙচুর, নগদ টাকা, স্বর্নালঙ্কার লুটপাটসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ করেন।
এই মামলায় সেলিম আহমদ আগাম জামিন নিতে আদালতে হাজির হলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে মামলার বাদি টেংরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু খাঁন জানান, আমি এই ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। এঘটনার পর আমিসহ আমার পরিবারের মান সম্মান ক্ষুণ্ন হয়েছে। আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা করি বাকী আসামী গ্রেফতারসহ আমি ন্যায় বিচার পাবো।
মন্তব্য করুন