(ভিডিওসহ)  টি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ অনুষ্ঠিত: দূর্গাপূজার আগে চা শ্রমিকদের ১৭০টাকা মজুরী সহ বোনাস দেয়া হবে-চা বোর্ডের চেয়ারম্যান  

September 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি বলেছেন, দূর্গা পূজার আগে প্রধানমন্ত্রী ঘোষিত সকল চা বাগানে চা শ্রমিকদের ১৭০টাকা মজুরী সহ বোনাস দেয়া হবে। ইতোমধ্যে চা বোর্ডের বাগান গুলোতে মজুরী ও অন্যান্য সুবিদা দেয়া শুরু হয়েছে।
তিনি ২৫ সেপ্টেম্বর রোববার দূপুর ১২টায় বাংলাদের চা গবেষণা ইনিন্টিটিউটের টি টেস্টিং হল রুমে বাংলাদেশ চা বোর্ডের টি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ কোর্সের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবারে এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘দেশে এখন চায়ের উৎপাদন ক্রমবর্ধমান পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় আমাদের চায়ের উৎপাদন বেশি হচ্ছে। চা রপ্তানির পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সে জন্য আমরা বিভিন্ন উদ্যেগ গ্রহণ করছি। চা রপ্তানির ক্ষেত্রে গুণগতমানের চা উৎপাদনের কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘মূলত আমাদের টি প্লান্টার’সগণ টি টেস্টিং বিষয়টি ইনফরমালি শিখে থাকেন। এ বিষয়ে এটি একটি ফরমাল কোর্স। এই কোর্সে অংশগ্রহণকারীরা প্রাতিষ্ঠানিকভাবে টি টেস্টিং বিষয়ে দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন।
বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদের চা গাবেষণা ইনিন্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম, বাংলাদেশীয় চা সংসদ সিলেট অঞ্চলের চেয়ারম্যান ও ফিনলে ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জি.এম শিবলি।
প্রশিক্ষণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত চা বাগান প্রতিনিধিগণ তাদের উৎপাদিত চা নিয়ে উপস্থিত ছিলেন এবং টেস্টিং এ অংশগ্রহণ করেন। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম ও বাংলাদেশ চা গবেষণা ইনিন্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: ইসমাইল হোসেন সহ অন্যন্যরা টি টেস্টিং এ অংশগ্রহণ করেন। ৫দিন ব্যাপী এ প্রশিক্ষণে মোট ৩৪ জন বাগান প্রতিনিধি অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com