ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুরের বাড়িতে মানুষের ঢল
ইমাদ উদ দীন॥ পবিত্র ঈদুল আযহায় নেতাকর্মী, ভক্ত ও শোভাকাঙ্খীদের ঢল নামে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ডাকসুর ভিপি ও সাবেক এমপি, জাতির জনক বঙ্গবন্ধুর মানসপুত্র, সুলতান মোহাম্মদ মনসুর আহমদের গ্রামের বাড়িতে। তিনি পবিত্র ঈদুল আযহা তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গবিন্দপুর গ্রামে উদযাপন করেছেন। বাড়িতে অবস্থান কালে তিনি দলের তৃণমূলের নেতাকর্মী, সমর্থক, শোভাকাঙ্খিসহ তাঁর ভক্ত ও অনুসারীদের সাথে মত বিনিময় করেন। ঈদের দ’ুদিন আগে তিনি কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদ, ভাটেরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকমল আলী সিদ্দীকী, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুস শহীদ, বরমচাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: আব্দুল কাদির,ভুকশিমইল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাজি আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মছাদর আলীসহ কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার দলের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার সদ্য প্রয়াত নেতা কর্মীদের কবর যিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন। অসুস্থ নেতাকর্মীদের দেখতে যান এবং তাদের চিকিৎসারও খোঁজ খবর নেন। ঈদের দিন প্রবল বৃষ্টি অপেক্ষা করে নেতা কর্মী ভক্ত ও শোভাকাঙ্খিদের ঢল নামে তার গ্রামের বাড়িতে। আগত ভক্ত ও শোভাকাঙ্খিদের সাথে তিনি ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করেন। ওই দিন রাতে বাড়ি প্রাঙ্গনে ভক্ত ও শোভাকাঙ্খিদের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্টান। গান পরিবেশন করেন গীতিকার উস্তার উদ্দিন,উদীয়মান শিল্পী শান্ত ও তার দল। এতে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করেন দলের নেতাকর্মীসহ সর্বস্থরের জনসাধারণ। উল্লেখ্য গলব্লাডার চিকিৎসার পর এই প্রথম তিনি তাঁর নির্বাচনী এলাকায় ও নিজ বাড়িতে আসেন। তিনি সকলের কাছে সালাম, আদাব জানিয়ে তাঁর জন্য দোয়া ও আর্শিবাদ চেয়েছেন।
মন্তব্য করুন