ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা কবি-সাহিত্যিক সবাই পাচ্ছি- জাতীয় সাহিত্য সম্মেলনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সালেহ আহমদ (স’লিপক)॥ ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা কবি-সাহিত্যিক সবাই পাচ্ছি বলে উল্লেখ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
শনিবার ১৩ জুলাই সন্ধ্যায় রাজধানী ঢাকাস্থ খামারবাড়ির গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব আয়োজিত ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি এ কথাগুলো বলেন।
বাংলাদেশ পোয়েটস্ ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন কলকাতার কবি শক্তিময় দাস। এছাড়াও নাট্য ব্যক্তিত্ব আব্দুল আজিজ সহ বিভিন্ন জেলা থেকে আগত কবি-সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে তথা বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গঁড়তে সরকার নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেছে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঁড়তে কবি-সাহিত্যিক সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সকাল ১১টায় প্রথমপর্বে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব আয়োজিত ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।
বাংলাদেশ পোয়েটস ক্লাব এর কো-চেয়ারম্যান কবি ড. শহীদুল্লাহ আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পোয়েটস ক্লাবের মহাপরিচালক কবি নাহিদ রোকসানা, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী খান মানিক।
মন্তব্য করুন