ডেঙ্গু জীবাণু রোধে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পরিবহণ শ্রমিকদের মাঝে এরোসল বিতরণ
স্টাফ রিপোর্টর॥ ঢাকা থেকে যাতে ডেঙ্গু জীবাণু বহনকারি এডিস মশা মৌলভীবাজারে ঢুকতে না পারে, এ লক্ষে মৌলভীবাজার পৌরসভা কার-মাইক্রোবাস, দূরপাল্লারবাস ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে বিনা মূল্যে এরোসল স্প্রে বিতরণ করেছে।
৫ আগস্ট সোমবার দূপুরে ডেঙ্গু প্রতিরোধে মানুষের জনসচেতনার অংশ হিসাবে চৌমুহনা কার-মাইক্রোবাস স্ট্যান্ডে ডেঙ্গু জীবাণু বাহিত এডিস মশা বিষয়ে জনসচেতনা বাড়াতে গাড়ির ড্রাইবারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুলহক, অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শাহ অলিদুর রহমান, সাংবাদিক ফেরদৌস আহমদ দুলাল, পৌরসভার কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, পরিবহণ শ্রমিক নেতা সনজিত দেব, আব্দুল ওদুদ, এলাক আহমেদ, আদিল খাঁনসহ পরিবহণ শ্রমিক নেতারা।
সভায় বলা হয়, ঢাকা থেকে যাতে ডেঙ্গু জীবাণু বহনকারি এডিস মশা মৌলভীবাজারে ঢুকতে না পারে, এ জন্য গাড়ি ছাড়ার আগে-পরে গাড়িতে এরোসল স্প্রে করার পরামর্শ প্রদান করা হয়।
পরে ঢাকা, সিলেট, কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে চলাচলকারী মৌলভীবাজারের ৪টি স্ট্যান্ডের পরিবহণ শ্রমিকদের মাঝে ৪৫০টি এরোসল স্প্রে বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন