ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে পরিষ্কার পরিচন্নতা কার্যক্রমের উদ্বোধন (ভিডিওসহ)
স্টাফ রিপোর্টরা॥ দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার ১৭ জুলাই দুপুরে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে সচেতনতা বৃদ্ধির লক্ষে পৌর প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সপ্তাহ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসীন, পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, নাহিদ হোসেন, ফয়ছল আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমানসহ অন্যান্যরা।
পরে পরিষ্কার পরিচন্নতা কার্যক্রম, মশক নিধন ও ডেঙ্গুর লাভা নিরোধের জন্য ঔষধ ছিটানো হয়।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মন্তব্য করুন