ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দানিয়াল ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে র‌্যালি ও লিফলেট বিতরণ (ভিডিওসহ)

July 29, 2023,

স্টাফ রিপোর্টার॥ ‘সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিরাপদ আবাস গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে দানিয়াল ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে র‌্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার ২৯ জুলাই দুপুরে কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের চৌমুহনা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

র‌্যালি পূর্বে স্কাউট, গার্ল ইন স্কাউট, রোভারদের নিয়ে ট্রুপ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং-এ বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্কাউটের সম্পাদক ও দানিয়াল ওপেন স্কাউট গ্রুপের সহ-সভাপতি মো: ফয়জুর রহমান, জেলা স্কাউটের সহকারি কমিশনার ও গ্রুপের সহ-সভাপতি হাসান আহমেদ জাবেদ, বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের সহযোগী সদস্য ও গ্রুপের সহ-সভাপতি এহসানা চৌধুরী চায়না, জেলা স্কাউটসের যুগ্ন সাধারণ সম্পাদক ও গ্রুপের স্কাউট লিডার মো: মনির মিয়া, লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টার এন্ড কার্ডিয়াক হসপিটালের পরিচালক মৃন্ময় রায় রতন, সাংবাদিক মামুনুর রশীদ চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের যুগ্ম সম্পাদক মোঃ জহির হোসেন, ইউনিট লিডার মোজাম্মেল হোসেন, সহকারি ইউনিট লিডার রাহুল বিশ্বাস, গ্রুপের সদস্য ইয়াসির আরাফাত রাজু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু মশাবাহিত রোগ ভাইরাস যা এডিস মশা দ্বারা ছড়ায়। এ বছর অতীতের সকল রের্কড ভেঙ্গে এখন সারাদেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে।

সাধারণত চিকিৎসাতেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া সেরে যায়, তবে হেমোজেরিক ডেঙ্গু জ্বর মারাত্বক হতে পারে। ডেঙ্গু সক্রান্ত সচেনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ চিকিৎসা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেন।

স্বল্প জলাবদ্ধতার জায়গা যাতে পানি জমতে পারেনা যেমন, এসির পানি, ফ্রিজের পানি, টবের পানি পরিত্যাক্ত টায়ারের জমা পনি নিয়মিত পরিস্কার-পরিছন্ন রাখা, দিনের বেলায় ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিসহ সকলকেই মশার কামড় থেকে সর্তক থাকা, কার্যকর এরোসল স্প্রে ব্যবহার, বাড়িতে মশার কামড় থেকে রক্ষা করা, ডেঙ্গু মশা আলোতে কামড়ায়, এছাড়া সকাল-সন্ধ্যা আলোতে বিশেষভাবে সর্তক থাকার আহ্বান জানান।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com