ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন
এহসান বিন মুজাহির : দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার দেশবিরোধী’ কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকায় আমজনতার শান্তিপূর্ণ জিয়াফত অনুষ্ঠানে পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে ‘অসমাপ্ত জুলাই’ নামে একটি ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মানবাধিকারকর্মী লুৎফুল হক লোকমান, সৈয়দ ফয়েজ আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম, শেখ রিপন আলী ওয়ারিস, মাহবুবুর রহমান মুন্না, আলি হায়দার, মোঃ সাফরান আহমেদ ছাদী, তানজীর উজ জামান চৌধুরী (মাফী), সোলেমান হোসেন (সায়েম) নাইম আহমেদ, মোঃ ইয়ামন, কামরুল ইসলাম ওহি ও ফাহিম আহমেদ।
মানববন্ধনটি সঞ্চালনা করেন মাওলানা জুনাইদ আহমদ জুনেদ এবং কুরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল কাইয়ূম।
সমাবেশে বক্তারা দৈনিক প্রথম আলো ও ডেইলী স্টারকে ডিক্লারেশন বাতিল করার দাবি জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক অধিকার হরণ করার কারণে মানুষ হাসিনার বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলে তার পতন ঘটিয়েছে। সেটা অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পেলেও সেই স্বাধীনতা-সার্বভৌমত্ব লীন করে দিল্লির এজেন্ট হিসেবে কাজ করা প্রথম আলো-ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলা আন্দোলনকারীদের ওপর পুলিশ হামলা চালালো কার আদেশে জাতি জানতে চায়।
মন্তব্য করুন