ঢাকা বসবাসের অনুপযোগী চতুর্থ শহর

August 23, 2016,

সাদেক আহমেদ॥ বাংলাদেশের রাজধানী ঢাকা বিশে^র বসবাসের জন্য সুযোগ সুবিধা ও পরিবেশের মাপকাঠিতে বিশ্বের ১৪৪টি শহরের মধ্যে ঢাকার অবস্থায় ১৩৭ শত অর্থাৎ বসবাসের জন্য সবচেয়ে অনুপযোগী শহরের তালিকায় স্থান পেয়েছে। অনুপযোগী নিকৃষ্টতম তালিকায় তবুও বাংলাদেশ প্রথম হয়নি ১৪০ তম স্থানে। তাতে ১৩৭ তম হয়েছে। বিশে^র শহর বাসযোগ্যতা শীর্ষক ইকোনোমিষ্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। বৃহস্পতিবার ১৮ই আগষ্ঠ ২০১৬ ইং তা প্রকাশ করে। দৈনিক নয়া দিগন্ত ১৯ই আগষ্ঠ ২০১৬ তা প্রকাশিত হয়। ২০১৫ই সালে এ তালিকায় ঢাকা ২য় অনুপযোগী শহর হিসাবে স্থান পেয়েছিল। ২০১৪ সালে ঢাকা হয়েছিল নিকৃষ্ঠতম অনুপযোগী শহর হিসাবে প্রথম। এবারের প্রতিবেদনে বিশে^র সবচেয়ে বসবাস অনুপযোগী শহর সিরিয়ার দামেস্ক। দ্বিতীয় অবস্থানে রয়েছে লিবিয়ার ত্রিপলী ও তৃতীয় নাইজেরিয়ার লেগোস। পাকিস্তানের করাচী সবচেয়ে অনুপযোগী ১০ শহরের মধ্যে সপ্তম। বিশে^র ১০টি সবচেয়ে বাসযোগ্য শহরের মধ্যে প্রথম রয়েছে অষ্ট্রোলিয়ার মেলবর্ন শহর। ২য় ও ৩য় অবস্থানে রয়েছে অষ্ট্রিয়ার ভিয়ে না ও কানাডার ভাংকুভার। মোট ৫টি মূখ্য সসুচক ধরে শহরগুলোর বাসযোগ্যতা নির”পণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ্য করা হয়। সেগুলো হলো স্থিতিশীলতা (মান ২৫), স্বাস্থ্য পরিশেবা (মান ২০), সাংস্কৃতি ও পরিবেশ (মান ২৫), শিক্ষা (মান ১০) এবং অবকাঠামো (মান ২০)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com