ঢাবি ছাত্রলীগের কমিটিতে স্থান পেলেন কুলাউড়ার তিন মেধাবী ছাত্রনেতা
এম. মছব্বির আলী॥ বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম প্রভাবশালী ইউনিট বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ২২ মে শনিবার ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাবির সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সুপারিশকৃত এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। ছাত্রলীগের প্রভাবশালী এ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন কুলাউড়া উপজেলার তিন মেধাবী, পরিশ্রমী ও সাহসী ছাত্রনেতা। তারা হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ খান শাওন, সহ-সম্পাদক মোঃ হাসান, উপ-নাট্য ও বিতর্ক সম্পাদক সাইদুল ইসলাম চৌধুরী।
যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ খান শাওন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের এস এম হলের বর্তমান সহ-সভাপতি। তার পৈতৃক নিবাস কুলাউড়া উপজেলার কুলাউড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের উত্তর চাতলগাও গ্রামে। সাঈদ খান শাওন কুলাউড়ায় থাকাকালীন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার এই অর্জনে কুলাউড়ার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় শাওন জানান ‘আমার এই সাফল্য আমার বড় ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেনের অবদান, আমি উনার প্রতি আজীবন কৃতজ্ঞ থেকে আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্টার সাথে পালন করার চেষ্টা করবো’।
সহ-সম্পাদক মোঃ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ও জিয়া হলের ছাত্র। তার পৈতৃক নিবাস কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে।
উপ-নাট্য ও বিতর্ক সম্পাদক সাইদুল ইসলাম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ফজলুল হক হলের ছাত্র। তার পৈতৃক নিবাস কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে। উল্লেখ্য, সাইদুল ইসলাম চৌধুরী কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি ছাত্রনেতা আলী চৌধুরী তরিকের ছোট ভাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে কুলাউড়ার তিনজন নেতৃত্বে আসায় উপজেলাব্যাপী ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মহল হতে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি চলছে মিষ্টি বিতরন।
মন্তব্য করুন