তক্ষক শিকারের দায়ে ৪ জন আটক : ৪০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলের হোটেল ও চা বাগান থেকে বন্য তক্ষক শিকারের দায়ে র্যাবের একটি স্পেশাল দল ৪ জনকে আটক করেছে।
১৬ জানুয়ারি বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শ্রীমঙ্গল “হোটেল গ্র্যান্ড” এর ৩০১ নং কক্ষ থেকে মোঃ মোজ্জাদ্দেদ হাসান আকুল (৪০), পিতা-মৃত ডাঃ নইমুদ্দিন আহম্মেদ, সাং-হাউজ নং-৩৭/ রোড নং-০৪০/ক, হোল্ডিং নং-১৯, ওয়াড নং ৫, শহিদ মশিউর রহমান সড়ক , টিএন্ডটি পাড়া, থানা ও জেলা- ঝিনাইদহ, মোঃ সিরাজুল ইসলাম (৪০), পিতা-মৃত আয়াত উল্লাহ মুন্সি, সাং- ফুলবাড়ী (মুন্সিপাড়া), থানা- কোর্ট চাঁদপুর, জেলা- ঝিনাইদহ। মোঃ লিটন আহমেদ (৩৮), পিতা-মৃত ডাঃ ফজলুল করিম, সাং-বরুনা, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার বর্তমানে-কালীঘাট রোড, আবু মিয়ার বাড়ী, শ্রীমঙ্গলকে আটক করে। পরে তাদের তথ্য মতে সুনীল বাউরী (৫৪), পিতা-মৃত রাধা প্রসাদ বাউরী, সাং- মাইজদি চা বাগান ৪নং লাইন, থানা শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার‘কে শ্রীমঙ্গল থানাধীন নারায়ণ মন্দিরের সামনে থেকে আটক করা হয়।
তাহাদের সকলের দেওয়া তথ্য অনুয়ায়ী ১৭ জানুয়ারি মাইজদি চা-বাগান নারায়ণ মন্দির সামনে থেকে ২ টি তক্ষক উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা তক্ষক শিকারের অপরাধ সেচ্ছায় স্বীকার করে। তাহাদের স্বীকারক্তি ও স্বাক্ষীদের জবানবন্দি গ্রহন করিয়া বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৬ ধারার অপরাধে ৩৯ ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা সহ, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল হক। উক্ত অভিযানে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম নেতৃত্ব প্রদান করেন।
মন্তব্য করুন