তক্ষক শিকারের দায়ে ৪ জন আটক : ৪০ হাজার টাকা জরিমানা

January 18, 2017,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলের হোটেল ও চা বাগান থেকে বন্য তক্ষক শিকারের দায়ে র‌্যাবের একটি স্পেশাল দল ৪ জনকে আটক করেছে।
১৬ জানুয়ারি বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শ্রীমঙ্গল “হোটেল গ্র্যান্ড” এর ৩০১ নং কক্ষ থেকে মোঃ মোজ্জাদ্দেদ হাসান আকুল (৪০), পিতা-মৃত ডাঃ নইমুদ্দিন আহম্মেদ, সাং-হাউজ নং-৩৭/ রোড নং-০৪০/ক, হোল্ডিং নং-১৯, ওয়াড নং ৫, শহিদ মশিউর রহমান সড়ক , টিএন্ডটি পাড়া, থানা ও জেলা- ঝিনাইদহ, মোঃ সিরাজুল ইসলাম (৪০), পিতা-মৃত আয়াত উল্লাহ মুন্সি, সাং- ফুলবাড়ী (মুন্সিপাড়া), থানা- কোর্ট চাঁদপুর, জেলা- ঝিনাইদহ। মোঃ লিটন আহমেদ (৩৮), পিতা-মৃত ডাঃ ফজলুল করিম, সাং-বরুনা, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার বর্তমানে-কালীঘাট রোড, আবু মিয়ার বাড়ী, শ্রীমঙ্গলকে আটক করে। পরে তাদের তথ্য মতে সুনীল বাউরী (৫৪), পিতা-মৃত রাধা প্রসাদ বাউরী, সাং- মাইজদি চা বাগান ৪নং লাইন, থানা শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার‘কে শ্রীমঙ্গল থানাধীন নারায়ণ মন্দিরের সামনে থেকে আটক করা হয়।
তাহাদের সকলের দেওয়া তথ্য অনুয়ায়ী ১৭ জানুয়ারি মাইজদি চা-বাগান নারায়ণ মন্দির সামনে থেকে ২ টি তক্ষক উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা তক্ষক শিকারের অপরাধ সেচ্ছায় স্বীকার করে। তাহাদের স্বীকারক্তি ও স্বাক্ষীদের জবানবন্দি গ্রহন করিয়া বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৬ ধারার অপরাধে ৩৯ ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা সহ, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল হক। উক্ত অভিযানে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম নেতৃত্ব প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com