মৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ পালিত

September 28, 2024,

স্টাফ রিপোর্টার : ‘রাষ্ট্রের মুল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারী খাতের অংশ গ্রহন নিশ্চিতকরণ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।

জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন এর সঞ্চালনায় মুক্ত আলোচলায় অংশ নেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল, বাসস প্রতিনিধি ডা. ছাদিদ আহমদ, এনটিভি ও ইনকিলাব প্রতিনিধি এস এম উমেদ আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, এখন টিভির প্রতিনিধি এম এ হামিদ, এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক শাহাজান মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচলায় বক্তারা বলেন তথ্য কমিশনকে ঢেলে সাজানো ও বিদ্যমান তথ্য অধিকার আইনের যুগোপযোগী সংশোধনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com