তরুণ সমাজকে সুশৃঙ্খল ও সমৃদ্বশালী করে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই- পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল
কুলাউড়া অফিস॥ মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেছেন, যুব ও তরুণ সমাজকে সুশৃঙ্খল ও সমৃদ্বশালী করে গড়ে তুলতে খেলা ধুলার বিকল্প নেই। তিনি আরও বলেন ফুটবল দেশের একটি জনপ্রিয় খেলা স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির উদ্যোগে এ ধরনের টুর্ণামেন্ট আয়োজনে এগিয়ে আসলে স্থানীয় ফুটবল খেলোয়াড়রা আরো উৎসাহীত হবেন। কুলাউড়ায় ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুলাউড়া ফুটবল লীগ (কেএফএল) এর আয়োজনে ১৫ মে রোববার বিকেল ৪টায় কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলামের সভাপতিত্বে ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহব্বায়ক এহসান আহমদ টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার,কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামছুদ্দোহা (পিপিএম),উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শ্রী কাবুল পাল,কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য আব্দুল্লাহ আল মনি,বাফুফের রেফারি তাজুল ইসলাম সাইফুল,ক্রীড়া সংগঠক ফয়জুর রহমান লিটন প্রমূখ।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায় অংশ নেয় চ্যালেঞ্জার্স বরমচাল ও এ্যথলেটিকো গৌরী শংকর। উক্ত টুর্ণামেন্টে ৪টি ফুটবল টিম অংশ নিয়েছে।
মন্তব্য করুন