সেনাকর্মকর্তা তানজিম সারোয়ার হত্যার বিচার ও পাহাড়িদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

September 26, 2024,

শাহরিয়ার খান সাকিব : কক্সবাজারের ডুলাহাজরায় ডাকাতি প্রতিরোধ অভিযানে দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যাকান্ডের সুষ্ঠ বিচার ও পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিটি রেভুলেশন।

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিকেলে বৃষ্টি উপেক্ষা করে শহরের চৌমুহনা এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বুলবুল আহমেদ সুজেল, তাজিক আনাম জামি, অপু আলম, মামুন তরফদার, আশফাকুর রহমান চৌধুরী, ইরফান আহমেদ শিবুল, পাবেল আহমেদ রাফি, সৈয়দ আদনান সাঈফ, রায়হান মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের দেশের সম্পদ তানজিম সারোয়ার নির্জনকে যে, নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বিচারকার্য বিলম্বের কারণে অনেক আসামী পাড় পেয়ে যায়। আমরা হত্যার সাথে জড়িতদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

ভবিষ্যতে যাতে এভাবে আর কখনো দেশের সম্পদ সেনাবাহিনীর ওপর জুলুম, অত্যাচার, হত্যাযজ্ঞ না চালাতে পারে।

আদিবাসীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পাহাড়ীরা আমাদের ভাই, আমরা বাঙ্গালী, আমরা সবাই ঐক্য। দেশের শান্তি রক্ষার্থে আমাদের যেটুকু সম্ভব সবাইকে সবার জায়গা থেকে দাঁড়াতে হবে। তা না হলে বিভিন্ন যড়যন্ত্রকারীরা আছে তাঁরা আমাদের ঐক্য নষ্ট করতে চায়। ফ্যাসিবাদী সরকারকে জনগণ ও ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই দেশ টাকে মুক্ত করতে পেরেছি, আমরা যাতে আবার আমাদে শান্তি-শৃঙ্খলা হারিয়ে না দেই।

এছাড়াও সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যভাবে কাজ করা ও কোনপ্রকার অনিয়ম-অন্যায় হলে নিজ নিজ অবস্থান থেকে দাঁড়ানোর আহবানও জানান।

উল্লেখ, চলতি মাসের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় একটি সন্দেহভাজন বাড়ি ঘিরে ফেলে যৌথ বাহিনী। এ সময় লেফটেন্যান্ট তানজিম দুই ডাকাত সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে তিনি ডাকাতদের ধরার চেষ্টা করলে তার ঘাড়ে ছুরিকাঘাত করে। গুরুত্বর আহতাবস্থায় তানজিমকে দ্রুত উদ্ধার করে চকরিয়া খ্রিস্টান হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হলে ভোর ৪টা ৫০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ৬ জনকে ২৫ সেপ্টেম্বর আটক করে বাংলাদেশ সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com