তিনদিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব নিয়ে চেম্বারের সংবাদ সম্মেলন (ভিডিও সহ)
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে শুরু হচ্ছে তিনদিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলন। দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির আয়োজনে আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবের উদ্বোধন করবেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি শ্রী সুরেন্দ্র কুমার সিন্হা।
উৎসবের সামগ্রিক বিষয় নিয়ে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার চেম্বারের কলিমাবাদস্থ কার্যালয়ের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি মো.কামাল হোসেন সাংবাদিকদের এবিষয়টি অবহিত করেন।
চেম্বার সভাপতি জানান, তিনদিনব্যাপী এই অনুষ্ঠানমালায় বাংলাদেশ ও ভারতের মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, দুই দেশের নামীদামী শিল্পীবৃন্দ উপস্থিত থাকবেন। এরমধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য, শিক্ষা ও আইন মন্ত্রী শ্রী তপন চক্রবর্তী, কোলকাতার পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায়, মণিপুরের বাণিজ্য মন্ত্রী শ্রী কন্তুজাম কবিন্দাস, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা, বাংলাদেশের শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, ইকোনোমিক জোনের চেয়ারম্যান পবন চৌধুরী, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী প্রমুখ অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, তিনব্যাপী এই উৎসব ও ব্যববসায়ী সম্মেলনে শেরপুর ইকোনোমিক জোন, চা শিল্প, পর্যটন শিল্প ইত্যাদি সম্ভাবনাময় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেম্বার পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, শওকত খাঁন এলিন, সৈয়দ মুনিম আহমদ রিমন, সৈয়দ এরশাদ আলী, মহিম দে, হামিদুর রহমান চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন