তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গলের বিটিআরআই উচ্চ বিদ্যালয়
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারে তিনদিন ব্যাপী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মৌলভীবাজার সাইফুর রহমান অডিটোরিয়ামে তিনদিনব্যাপি অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত শ্রীমঙ্গলের বিটিআরআই উচ্চ বিদ্যালয়।
২৫ জানুয়ারী বুধবার সন্ধায় এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মেলার সমাপনী উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ক্রেষ্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব মো: মোস্তাফিজুর রহমান।
এ সময় পুরস্কার গ্রহন করেন মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল ওয়াদুদ, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সায়েক আহমদ ও সহকারি শিক্ষক ফয়সল আহমেদ।
আলোচনা সভায় মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: ফিরোজ, সাবেক মহিলা সাংসদ হুসনে আরা ওয়াহিদ প্রমুখ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্তৃক পরিচালিত ডিজিটাল শিক্ষা পদ্বতি, ডিজিটাল ক্লাসরুম, মাল্টিমিডিয়া মেনেজম্যান্ট ক্লাসরুম ইত্যাদির ওপর ভিত্তি করে এই পুরস্কার দেয়া হয়।
মন্তব্য করুন