তৃতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের কেন্দ্রগুলোতে পৌঁছেছে ভোটের সরঞ্জামাদি, আগামীকাল দুই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে আগামীকাল বুধবার ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ২৮ মে দুপুর থেকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জামাদি।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদেও ৩ জন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক জানান, ২৯ মে অনুষ্ঠেয় শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে মোট ৮৭টি কেন্দ্রে এবং ৫২২টি কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে মোট ভোটার ২লক্ষ ৫৪ হাজার ৪৪১জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৭১জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৭০জন।
এদিকে মঙ্গলবার ২৮ মে দুপুর থেকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হযেছে ভোটের সরঞ্জামাদি।
শ্রীমঙ্গল উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদেও ৩ জন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক জানান, ২৯ মে অনুষ্ঠেয় শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে মোট ৮৭টি কেন্দ্রে এবং ৫২২টি কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে মোট ভোটার ২লক্ষ ৫৪ হাজার ৪৪১জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৭১জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৭০জন।
এদিকে নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে আগামীকাল বুধবার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ মে) মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এক গণবিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মোসা. শাহীনা আক্তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তৃতীয় ধাপে আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ মে (বুধবার) কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সকল নির্বাচনি এলাকায় নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব বলেন, আজ দুপুর থেকে উপজেলার কেন্দ্রগুলোতে নির্বাচনী মালামাল পৌছে দেয়া হয়েছে। নির্বাচনে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ ম্যাজিস্ট্রেট মাঠে তৎপর থাকবে।
মন্তব্য করুন