ত্রাণ বিতরণে তরুণরা বানভাসিদের পাশে শ্রীমঙ্গলের একঝাঁক তরুণ
এহসান বিন মুজাহির : গত কয়েকদিনের টানা বর্ষণে মৌলভীবাজারের রাজনগর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় ভয়াবহ বন্যায় পানিবন্দি প্রায় লাখ লাখ পরিবার। এমন দুর্যোগ পরিস্থিতিতে শুকনো খাবার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গল উপজেলার একঝাঁক তরুণ।
শ্রীমঙ্গল উপজেলার কয়েকজন কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ একঝাঁক তরুণ মিলে ‘বন্যার্তদের’ জন্য শহরতলীর মুসলিমবাগ এলাকাবাসীর কাছ থেকে ফান্ড কালেকশন করে রোববার ২৫ আগস্ট সকালে খাদ্য নিয়ে রাজনগর উপজেলার বানভাসিদের পাশে দাঁড়িয়েছেন।
শ্রীমঙ্গল কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোঃ আফসার মিয়া বলেন, মুসলিমবাগ এলাকাবাসীর সহযোগিতায় আমরা কয়েকজন বন্ধু মিলে আজ সারাদিন রাজনগর উপজেলার খাস প্রেম নগরসহ বন্যাকবলিত বিভিন্ন গ্রামে ত্রাণ হিসেবে উপহারের খাদ্যের প্যাকেট তুলে দেই। প্যাকেটে স্যালাইনসহ জরুরি ওষুধও ছিল।
দিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সামসুল ইসলাম সোহাগ, মো: আফসার মিয়া, মো: সজল, মো: জামাল হোসেন, মো: শহিদুল ইসলাম, তাওহিদুল ইসলাম, মনসুর আহমেদ (বাবু) এবং মো: মাহিন ঢালি।
মন্তব্য করুন