দখলদার দের হাত থেকে পাহাড়ী ছড়া রক্ষার দাবীতে মানবন্ধন

October 26, 2017,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল মহাজেরাবাদ, বিষামনি, এম আর খান ও রাধানগর এলাকার উপর দিয়ে প্রবাহিত ফুলছড়া নদীর ভেতরে দু পাড়ের নিচের অংশে বাঁশ ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে দখল করার প্রতিবাদে মানবন্ধন করেছে মহাজেরাবাদ এলাকার বাসিন্দারা।
২৫ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৩টায় মহাজেরাবাদে ফুলছড়ার পাড়ে দাড়িয়ে একাবাসী এ মানবন্ধন কর্মসূচী পালন করেন।
মানবন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য ফারুখ মিয়া। এ সময় স্কুলগামী শিক্ষার্থী, গ্রাম্য মুরব্বী, পরিবহন শ্রমিক নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, পাহাড়ী গ্রামগুলোর একমাত্র পাকা রাস্তা হচ্ছে এটি রাধানগর মহাজেরাবাদ সড়ক। ফুলছড়া নদীর দু পাশ যে যার মতো করে দখল করায় এবং ওই রাস্তার পাশের পানি নিস্কাসনের ডেন দখল করে ভরাট করে ফেলায় ছড়া ও বৃষ্টির পানি রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে রাস্তার বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে।
অবৈধ দখদার দের হাত থেকে ছড়া উদ্বার ও রাস্তার পাশের ড্রেন খনন না করলে কিছু দিনের মধ্যে এ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়বে। তাই অনতি বিলম্বে তারা এর প্রতিকারের জন্য মানবন্ধন কর্মসূচীর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কশন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com