দরিদ্র রোগীদের জন্য ডায়য়িারার স্যালাইন ও ইন্জেকশন সহযোগীতা
May 29, 2017,
বিকুল চক্রবর্তী॥ প্রচন্ড গরমে ডায়রিয়াজনিত রোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারী হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এমতবস্থায় সরকারী হাসপাতাল গুলোতে দেখা দিচ্ছে স্যালাইন সংকট। আর এ সংকট মোকাবেলায় শ্রীমঙ্গল ফারিয়ার উদ্যোগে সাহায্য করা হয়েছে ২০০ ব্যাগ স্যালাইন ও ৫০টি সিপ্রোপ্রক্সসিন ইনজেকশন।
২৮ মে রবিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাল আবেদীন টিটু’র হাতে ফারিয়া সদস্যদের উপস্থিতিতে আনুষ্টানিকভাবে স্যাল্যাইন ও ইনজেকশন তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য প্রাক্তন পরিচালক ও ফারিয়ার প্রধান উপদেষ্টা ডা. হরিপদ রায়, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাল আবেদীন টিটু ও ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল।
মন্তব্য করুন