দলীয় অভ্যন্তরীণ কোন্দল বড়লেখায় ঘোষণা দিয়েও ছাত্রলীগের কাউন্সিল স্থাগিত : হতাশ কাউন্সিলাররা ফিরে গেলেন
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দ. ইউপি ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা চালিয়েও পূর্ব ঘোষণা ছাড়াই কাউন্সিলের দিন ৩১ জুলাই সোমবার সকালে তা স্থগিত করা হয়। কাউন্সিলস্থলে পৌছে অনেক কাউন্সিলার হতাশ হয়ে ফিরে যানন। দু’পক্ষের সংঘর্ষের আশংকায় নির্ধারিত কাউন্সিল স্থগিত করা হয় বলে দলীয় একটি সুত্র নিশ্চিত করেছে।
উপজেলা ছাত্রলীগ দলীয় সুত্রে জানা গেছে, গত প্রায় ৭ বছর ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছিল উপজেলার দক্ষিণভাগ দ. ইউনিয়ন ছাত্রলীগ। নতুন পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে সম্প্রতি উপজেলা ছাত্রলীগ আয়োজিত বর্ধিত সভায় ৩১ জুলাই দক্ষিণভাগ দ. ইউপি মিলনায়তনে কাউন্সিলের তারিখ নির্ধারণ করে ব্যাপক প্রস্ততি এবং এলাকার আনাচে কানাছে মাইকিংয়ে প্রচারণা চালানো হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের ছেলে মাসুম আহমদ ও ইউনিয়ন আ’লীগের বহিস্কৃত (বর্তমানে দলে প্রত্যাবর্তনকারী) সভাপতি তাজ উদ্দিন লতার ছেলে কাউসার আহমদ প্যানেল ঘোষণা করে। এ দুই প্যানেলের কর্মী সমর্থকরা নিজেদের প্যানেল বিজয়ী করতে কোমর বেধে মাঠে নামে। কাউন্সিল ঘিরে ব্যাপক গ্রুপিং লবিং শুরু হয়। দলীয় অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্য রূপ নেয়। হঠাৎ পূর্বঘোষণা ছাড়াই নির্ধারিত দিন সকালে কাউন্সিল স্থগিতের ঘোষণায় কাউন্সিলাররা হতাশ ও ক্ষুব্দ। গুঞ্জন রয়েছে একটি প্যানেল বিজয়ী না হওয়ার আশংকায় সুকৌশলে কাউন্সিল বন্ধ করেছে। সরেজমিনে সোমবার বিকেলে নির্ধারিত স্থানে কাউন্সিল অনুষ্ঠিত হতে দেখা যায়নি।
ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস জানান, পেশীশক্তি ও অর্থের বিনিময়ে জামায়াত শিবির কানেকশনে একটি প্যানেল ছাত্রলীগের নেতৃত্বে ঢুকে পড়ার চেষ্টা চালাচ্ছে এমন অভিযোগে হুইপ শাহাব উদ্দিন এমপির পরামর্শক্রমে কাউন্সিল স্থগিত করা হয়েছে।
মন্তব্য করুন