দলীয় কোন্দলের জের বড়লেখায় যুবলীগের বিজয় সভামঞ্চ ভাংচুর : সভা পন্ড

December 18, 2016,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দ:) ইউনিয়ন যুবলীগ আয়োজিত বিজয় দিবসের সভামঞ্চ ভাংচুর করেছে দলীয় ক্ষুব্দ নেতাকর্মীরা।
১৭ ডিসেম্বর শনিবার বিকেল চারটায় জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্ত এর আগেই সভামঞ্চ ভেঙ্গে ফেলায় পূর্ব নির্ধারিত আলোচনা সভা পন্ড হয়ে যায়। এ ঘটনায় নেতাকর্মীর মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৬ টায় সভামঞ্চে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
সরেজমিন বিভিন্ন সুত্রে জানা গেছে, বিজয় দিবস পালন উপলক্ষে উপজেলার দক্ষিণভাগ (দ:) ইউনিয়ন যুবলীগ শনিবার বিকেল চারটায় স্থানীয় বাজার প্রাঙ্গণে আলোচনা সভার সকল প্রস্তুতি সম্পন্ন করে। আগের দিন মাইকযোগে ব্যাপক প্রচারণা চালানো হয়। সকাল থেকে মঞ্চ তৈরীর কাজ শুরু হয়। বিকেল তিনটার আগেই আলোচনা সভার মঞ্চ প্রস্তুত করে ব্যানার লাগানো হয়। এর কিছুক্ষণ পর ১০-১৫ জন যুবক মঞ্চে অতর্কিত ভাংচুর চালায়। মঞ্চ ভাংচুরের ঘটনায় পূর্বঘোষিত সভা প- হয়ে যায়।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জানান, সকল প্রস্তুতি সম্পন্নের পর কয়েকজন দু®কৃতিকারী প্রকাশ্যে দিবালোকে তাদের পূর্বঘোষিত বিজয় দিবসের আলোচনা সভার মঞ্চ ভেঙ্গে ফেলেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আজির উদ্দিন রাত সাড়ে ছ’টায় জানান, ইউনিয়ন যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলে মঞ্চ ভাংচুর ও নির্ধারিত সভা প- হয়েছে। যুবরীগের সভাপতি ও সেক্রেটারী দলীয় অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা না করেই সভার আয়োজন করায় তারা ক্ষুব্দ হয়ে উঠে। জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপির অনুরোধ তিনি আলোচনা সভা আয়োজনের চেষ্টা চালাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com