দাখিলে কুলাউড়ায় পাশের হার ৮৫.৮৪ শতাংশ
বিশেষ প্রতিনিধি॥ এবারের দাখিল পরীক্ষায় কুলাউড়ায় দুটি কেন্দ্রের অধিনে মাত্র ১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গড় ফলাফলেও কুলাউড়ার অধিকাংশ মাদরাসা ভাল ফল করতে পারে নি। দাখিলে এবছর উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৬ জন শিক্ষার্থী পাশ করেছে। গড় পাশের হার ৮৫.৮৪ শতাংশ। রবিরবাজার দারুসুন্নাহ ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা থেকে ৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৬০ জন। পাশের হার ৯০.৯১ %। ১ জন জিপিএ-৫ পেয়েছে। বাবনিয়া নিজামিয়া আলীম মাদ্রাসা থেকে ৪৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৪২ জন। পাশের হার ৮৭.৫০ %। ভাটেরা দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে ২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করে। ভাটেরা সাইফুল তাহমিনা মাদ্রাসা থেকে ২৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ২৭ জন। পাশের হার ৯৩.১০ %। হিংগাজিয়া আলীম মাদ্রাসা থেকে ৫২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৪৬ জন। পাশের হার ৮৮.৪৬%। মনসুর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ২৪ জন। পাশের হার ৭০.৫৮ %। ভূকশিমইল আলীম মাদ্রাসা থেকে ২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ২৫ জন। পাশের হার ৯২.৫৯ %। বরমচাল খন্দকার দাখিল মাদ্রাসা থেকে ৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করে । চৌধুরীবাজার জি.এস কুতুবশাহ্ আলীম মাদ্রাসা থেকে ৫৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৫০ জন। পাশের হার ৯০.৯১ %। শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৩২ জন। পাশের হার ৭৮.০৫ %। গনকিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ২৫ জন। পাশের হার ৮৩.৩৩ %। গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৮৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৭৫ জন। পাশের হার ৮৪.২৬ %। গৌড়করণ দাখিল মাদ্রাসা থেকে ৩৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ১৭ জন। পাশের হার ৪৮.৫৭ %। হাসিমপুর দাখিল মাদ্রাসা থেকে ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৫০ জন। পাশের হার ৯২.৫৯%। বাংলাটিলা দাখিল মাদ্রাসা থেকে ২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ২০ জন। পাশের হার ৭৪.০৭ %। কুলাউড়া জালালিয়া দাখিল মাদ্রাসা থেকে ২৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ২৭ জন। পাশের হার ৯৬.৪২ %।
মন্তব্য করুন