দাড়াঁও পথিক গ্রন্থের লেখক ও কলামিষ্ট সাদেক আহমেদ কে সম্বর্ধনা
স্টাফ রিপোর্টার॥ সিলেট লেখিকা সংঘ আয়োজিত এক মাসিক সভা আনুষ্ঠিত হয়েছে। সভায় দাড়াঁও পথিক গ্রন্থের লেখক ও কলামিষ্ট সাদেক আহমেদ কে প্রধান অতিথি হিসাবে সম্বর্ধনা দেওয়া হয়।
সম্প্রতি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে লেখিকা সংঘের সভানেত্রী বিশিষ্ট লেখিকা রওশন আরা চৌধুরী ও অন্যান্য লেখিকা লেখক সাদেক আহমেদ কে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন লেখিকা সংঘের উপদেষ্ঠা লাভলী চৌধুরী, লেখিকা ইসমত হানিফা চৌধুরী, সেলিনা আক্তার, বিলকিস আক্তার সুমি, আমিনা সহিদ চৌধুরী মান্না, তাসলিমা বেগম, আলেয়া রহমান, বিনতা দেবী ও রুহি সহ অনেকে।
লেখক সাদেক আহমেদ তার বক্তৃতায় ভবিষ্যত লেখিকাদের সংঙ্গে সিলেটের ইতিহাস ঐহিত্য ও হারিয়ে যাওয়া প্রকৃতি লেখনির মাধ্যমে তুলে ধরতে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। তিনি সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওর অঞ্চলের দুর্গত কৃষকদের পাশে সাহায্যের হাত বাড়ানোর জন্য লেখিকা সংঘকে অনুরোধ করেন।
তাকে প্রধান অতিথি করায় তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে ভবিষ্যত আরো কবিতার হচ্ছে বলেন যে, আবার হবে গো দেখা এদেখাই শেষ দেখা নয় তো” তবে অনুষ্ঠানের শুরুতে বয়কনিষ্ঠ লেখিকাদের গানের ছন্দে বলেন, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, এবং বড়দের গানের কলি পড়িয়ে শোনান বাশঁ বাগানের মাথার উপর চাঁদ উটেছে ঐ, মা গো তোর শোলক বলা কাজলাদিদি কই, এই গান গুলো বলার পর বেদনা ও মৃদু হাসির মধ্যে লেখককে ফুল দিয়ে বরণ করা হয়।
মন্তব্য করুন