দিনব্যাপী জুড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ ডিসেম্বর বেলা ১১ টা থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জুড়ী শাখার আয়োজনে ও অপসোনিন ফার্মার সার্বিক সহযোগিতায় ৫ টা পর্যন্ত বিদ্যালয় কার্যালয়ে দুই শতাধিক ১দিন থেকে ১৫ বছরের শিশুদের বিভিন্ন বিষয়ে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।
পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিশু বিভাগের রেজিস্ট্রার ডাঃ সাবিহা পারভিন লিজা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আনফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিসি মৌলভীবাজারের উপ-পরিচালক মোহাম্মদ রাশিদুল মামুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, ইউসিসি’র চেয়ারম্যান বিধান দাস বাদল, অপসোনিন ফার্মার আরএসএম মতিউর রহমান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জুড়ী শাখার কর্মকর্তা রতন চন্দ্র সুত্র ধর, কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন