দীর্ঘ খরতাপের পর মৌলভীবাজারে স্বস্তির বৃষ্টি

April 12, 2025,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে দীর্ঘ খরতাপের পর স্বস্তির বৃষ্টিপাত হয়েছে। এতে জন-জীবনে স্বস্তি দেখা গেছে। ১১ এপ্রিল শুক্রবার বিকেল ৪ দিকে প্রায় ৩ মিনিট স্থায়ীত্বে বৃষ্টি হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে একই ভাবে হালকা বৃষ্টি হয়েছে। আজ ১২ এপ্রিল শনিবার সকালে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে মানুষের মধ্যে কিছুটা স্বস্তির চোঁয়া লেগেছে। গেল ৫ মাস পর এ বৃষ্টি হয়েছে মৌলভীবাজার জেলার কিছু এলাকায়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা মুজিবুর রহমান জানান, নভেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত মোট ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার হালকা বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি হওয়ার সম্বাবনা রয়েছে।

সিলেট বিভাগের অন্য জেলাগুলোতে কিছু দিন ধরে কমবেশি বৃষ্টিপাত হয়ে আসছিল। তবে দর্ঘদিন থেকে মৌলভীবাজারে কোনো রকমের বৃষ্টি ছিল না। এতে এ অঞ্চলটি প্রচণ্ড খরতাপের মধ্যে পড়ে। তাপদাহে ঘরে বাইরের লোকজনেরা চরম অস্বস্তিতে ভুগছিলেন। এ তাপদাহ থেকে বাঁচতে কোনো কোনো স্থানে বৃষ্টির জন্য দোয়া করা হয়। একই সঙ্গে বৃষ্টির অভাবে চা-বাগানগুলো এবং হাওড়ের জমি ফেটে চৌচির হয়ে পড়েছিল। প্রতিদিনের তাপমাত্রা ২৭ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com