দীর্ঘ বন্ধের প্রভাব পড়েছে মাধবকু- ইকোপার্কে পর্যটক সমাগম বাড়েনি
বড়লেখা প্রতিনিধি॥ প্রধান ফটক উন্মুক্ত করে দেয়ার ৩ দিন অতিবাহিত হলেও আশানরূপ পর্যটক সমাগম ঘটছে মাধবকু- জলপ্রপাত এলাকায়। দীর্ঘ ২ মাস বন্ধ থাকার প্রভাবেই এমনটা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
২০ আগষ্ট বনবিভাগ পর্যটকদের জন্য এ পর্যটন স্পটটি উন্মুক্ত করে দিয়েছিল। কিন্তু আজও দেশের দ্বিতীয় বৃহত্তম এ ইকোপার্ক এলাকাটি স্বাভাবিক হয়ে উঠেনি।
সরেজমিনে বুধবার মাধবকু- জলপ্রপাত এলাকায় তেমন পর্যটক সমাগম ঘটতে দেখা যায়নি। ইজারাদার মমিন উদ্দিন ও হোটেল ব্যবসায়ী হাজী এনাম উদ্দিন জানান, দীর্ঘদিন বন্ধ থাকার প্রভাবেই হয়ত এমনটি হচ্ছে। মাধবকু- ইকোপার্ক পর্যটকদের জন্য যে উন্মুক্ত করে দেয়া হয়েছে তা হয়ত দেশের অনেকেই এখনও জানতে পারেননি। তারা ব্যাপক প্রচারণার দাবী জানান।
গত জুন মাসের প্রথম সপ্তাহের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে মাধবকু- জলপ্রপাতের অভ্যন্তরীণ রাস্তায় ফাটল দেখা দেয়। পর্যটকদের জন্য এলাকাটি ঝুকিপুর্ণ হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে বনবিভাগ ২১ জুন অনির্দিষ্টকালের জন্য মাধবকু-ের অভ্যন্তরে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে।
মন্তব্য করুন