দুই কোটি টাকা মূল্যের বাড়ি আত্মসাত করতে প্রাণের নাশের চেষ্টা পিতা ও ভাইদের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন

May 6, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দুই কোটি টাকা মূল্যের বাড়িটি কালহয়ে দাড়িয়েছে কুয়েত প্রবাসী আব্দুল খালিকের স্ত্রী সন্তানহীন নারী হাজী মায়া বেগমের । বাড়িটির জন্য প্রাণ বাঁচানোই দায় হয়ে পরেছে এই প্রবাসী পরিবারটির। করা হয়েছে প্রাণে হত্যার চেষ্টা।
৪ মে বুধবার সকালে নিজ পিতা ভাইদের বিরুদ্ধে এমন লিখিত অভিযোগ তুলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল খালিকের স্ত্রী হাজী মায়া বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি অভিযোগ করেন, নিজের পিতা আখলিস মিয়া, ভাই মাম্মদ ও শহীদ মিয়া ও তাদের সহযোগী কাজলসহ তার স্বামীর সম্পত্তি দখল করার জন্য বার বার তাকে প্রাণ নাশের হুমকি দেয়। এবং তাকে মেরে ফেলতে বেশ কয়েকবার চেষ্টা করে। প্রাণে হত্যার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। আমার ভাই শহীদ ও কাজল আমাকে প্রাণে হত্যার জন্য ৩টি বিষাক্ত সাপ মুলি বাশের ভিতরে কাগজ দিয়ে মুখ বন্ধ করে আমার ঘরের মধ্যে ছেড়ে দেয়। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। প্রশাসনের কাছে অভিযোগ করলেও তিনি কোন সাহায্য পাচ্ছেননা বলে জানান।


এদিকে তিনি আরো অভিযোগ করেন স্বামী কুয়েত প্রবাসী আব্দুল খালিখকে মামলার ভয় দেখিয়ে দেশে আসতে দিচ্ছে না তারা। এদিকে এই পর্যন্ত  এক কোটি টাকার সম্পত্তি ও নগদ অর্থ বিভিন্ন সময়ে তারা হাতিয়ে নিয়েছে। এখন শেষ সম্বল ২ কোটি টাকা মুল্যের মৌলভীবাজার রোডস্ত পূর্ব রুপসপুর ১ নং পুলের এবি ব্যাংকরে পিছনে তিন তলা  বাড়িটি দখল করতেও প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমার স্বামী প্রবাসে। তারা ফোনের মাধ্যমে তাকে হুমকি দেয় ‘দেশে আসলে তোকে হেন্ডকাপ পড়াবো এবং বিভিন্ন মামলা তর জন্য রেডি করে রেখেছি’। আমার স্বামী তাদের ভয়ে দেশে আসতে পারতেছেন না।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের কাছে তার সম্পত্তি ও প্রাণ বাঁচানোর জন্য অনুরোধ করেন তিনি। এ ব্যাপারে হাজী মায়া বেগমের ভাই শহীদ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি সম্পূর্ন মিথ্যা বলে দাবী করেন এবং ওই এলাকার জনৈক মনোয়ার হোসেনের প্ররোচনায় এই সংবাদ সম্মেলন করেছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com