দুই শতাধিক আলেম-ওলামাকে খাদ্যসহায়তায় বাসমাহ ও দাওয়াতে দ্বীন
এহসান বিন মুজাহির॥ করোনা পরিস্থিতিতে মানুষের পাশে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বাসমাহ ফাউন্ডেশন ইউএসএ ও দাওয়াতে দ্বীন ফাউন্ডেশন বাংলাদেশ। সারা দেশের পাশাপাশি সিলেটে কয়েক হাজার পরিবারকে সহায়তা দেয়া হয়েছে ।
বাসমাহ ফাউন্ডেশনের অর্থায়নে এবং দাওয়াতে দ্বীন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৭ মে,রবিবার সিলেটের বিশ্বনাথে দুই শতাধিক আলেমকে খাদ্যদ্রব্য প্রদান করা হয়। এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত এক উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাওয়াতে দ্বীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান, দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ মাওলানা শায়খ মুসা আল হাফিজ।
সোসাল ডিসট্যান্সি রক্ষা করে উলামায়ে কেরাম সমবেত হন এবং ত্রাণসামগ্রী উলামা – মাশায়েখের বাড়ী বাড়ী পৌছে দেয়া হয়।
মাওলানা আলী আসগর জাহিদের তেলাওয়াতের মাধ্যমে সূচিত ত্রাণবিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুসা আল হাফিজ বলেন, বৈশ্বিক দুর্যোগ যখন ভয়াবহ আকার ধারণ করেছে,তখন আমরা শুধু নিজেদের নিয়ে চিন্তিত থাকতে পারি না। আমাদের ভাবতে হবে সবাইকে নিয়ে। বাঁচতে হবে সবাইকে নিয়ে। শুধু নিজের সুবিধা নিয়ে চিন্তা করলে আমরা কেউই সুবিধা লাভ করতে পারবো না। সবার সুবিধা নিয়ে চেষ্টা করলে আমরা প্রত্যেকেই সুবিধা লাভ করবো। তিনি বলেন, আমরা স্বার্থপর হয়ে বেঁচে থাকার জন্য দুনিয়ায় আসিনি। আমরা এখানে একটি মিশনারি জাতি হিসেবে ভুমিকা রাখবো। এ জন্য সেবা ও কল্যাণের প্রতিক হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে।
তিনি ভূয়সী প্রশংসা করেন বাসমাহ ফাউন্ডেশনের। তিনি বলেন, এ ফাউন্ডেশনের প্রধান মীর সাখাওয়াত হোসাইন এমন একজন আলেম, যিনি সেবা ও কল্যাণের প্রতিক হিসেবে নজির স্থাপন করেছেন। তিনি সত্যিকার অর্থে মানবতার এক বন্ধু।
মাওলানা কারী জাকারিয়া আজাদ ঈসা ও মাওলানা মুশতাক আহমদের পরিচালনায় উলামা মাশায়েখের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন মাওলানা জিয়া উদ্দীন, মাওলানা ফারুক আহমদ ও মাওলানা রেজাউর রহমান। দেশ ও জাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়।
মন্তব্য করুন